![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ ও দশের মঙ্গল কামনাই আমার কাম্য। -রবি
উপলব্ধি
""""""""""""""""""""""""""""""""""""""""""""
বড়াই করো কেনরে ভাই?
অর্থ- বিত্ত আছে যে তাই!
আজকে তোমার শক্ত পেশী,
শান শওকত বেশী বেশী।
তোমার কথায় সবাই চলে,
তোমার কথাই সবাই বলে।
কী নাই তোমার গাড়ি -বাড়ি,
তোমার বউয়ের গয়না শাড়ি।
তোমারই সব ব্যবসাপাতি,
ধনীতো তাই রাতারাতি।
অভাব তোমার কীসের বলো,
জমিদারের মতোই চলো!
কিন্তু,তব সুখ কোথা ভাই?
বিত্তমাঝে সুখ সেতো নাই।
দম ফুরাতে যেটুক বাকী,
দেখবে তুমি সবই ফাঁকি।
---------------------------------------
রচনা : ১২. ৯. ২০
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সে সুখে নেই আপনি কিভাবে বুঝলেন।
মরতে তো সকলকেই হবে,এমন না সে একাই মরবে।।
তাকে কেন মরনের ভয় দেখান।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৮
ফকির মোঃ রবিউল হাসান বলেছেন: সে নয়, নিজেকেই বলেছি। ধন্যবাদ।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২১
খায়রুল আহসান বলেছেন: সুখ স্বল্পস্থায়ী, বেদনা দীর্ঘস্থায়ী।
কবিতার উপলব্ধিতে ভাল লাগা + +।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর খুব সুন্দর
ভালো লাগলো +
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৯
ফকির মোঃ রবিউল হাসান বলেছেন: ধন্যবাদ প্রিয় আপু।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুখ এখন অধরা।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০
সাগর শরীফ বলেছেন: বড়াই যারা করে তারাই সবচেয়ে অসুখি। এপারেও, ওপারেও।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: বাহ!
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৭
শোভন শামস বলেছেন: কিন্তু,তব সুখ কোথা ভাই?
বিত্তমাঝে সুখ সেতো নাই।
দম ফুরাতে যেটুক বাকী,
দেখবে তুমি সবই ফাঁকি।