![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ ও দশের মঙ্গল কামনাই আমার কাম্য। -রবি
এই বক্সটির কদর এক সময় ৮০ থেকে ৯০ দশক পর্যন্ত বেশ কদর ছিল বিশেষ করে ছাত্র/চাকুরে/কর্মজিবী যারা শহরে বসবাস করত তাদের কাছে। তারা তাদের পরিবার পরিজনের খোজ রাখার জন্য কেউ কেউ এক সাথে ১০/২০ টা ২ টাকার খাম বা ১ টাকা দামের পোষ্ট কার্ড কিনে রাখত প্রয়োজনে/অতি প্রয়োজনে চট করে দুই চার লাইন লিখে ভিবিন্ন জায়গায় ঝুলানো বক্সে খামটি ফেলে দেওয়া হতো তাতেই প্রিয় জনের কাছে ৩/৪ দিনের মধ্যে পৌছে যেত মনের অব্যক্ত খবর। কালের বিবর্তনে আজ হারিয়েছে ডাক বাক্স। অামার মনে হয় ধিরে ধিরে ডাক বিভাগটিও বিলুপ্ত হতে পারে আধুনিকতার সংস্পর্ষে।
অামার বেশ ভালো লাগতো, আমার কাছে সব সময় খাম থাকতো। জীবনে প্রচুর চিঠি লিখেছি এবং রাস্তার আশেপাশে থাকা ডাক বাক্সে ফেলেছি।
এমই হয় প্রয়োজন ফুরালে কদর কমে যায়, হারিয়েও যায় একদিন।
২| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৯
ব্লগ সার্চম্যান বলেছেন: সবই আধুনিকতার ফলাফল। তবে এখনই ঠিক আছে মুহুর্ত সব খবরা খবর পাওয়া যায়।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২০
খায়রুল আহসান বলেছেন: ব্লগ সার্চম্যান বলেছেন: "সবই আধুনিকতার ফলাফল। তবে এখনই ঠিক আছে মুহুর্ত সব খবরা খবর পাওয়া যায়" - তবে তার পরও, চিঠিতে যে প্রাণের পরশ থাকে, 'খবরে' তা থাকে না।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৩
কবিতা ক্থ্য বলেছেন: Email is good,
But Letter is better.
৫| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৪
মেহেদি_হাসান. বলেছেন: আমরা দূর্ভাগ্যবান এই চিঠির যুগ আমরা পাইনি যার কারনে কোনদিন চিঠিও লিখিনি।
৬| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
পোষ্ট অফিস ডাকবাক্সের যুগ এখনো শেষ হয় নি।
উন্নতদেশে বিশেষ করে আমেরিকা কানাডায় অনলাইন শপিং ডেলিভারির শিংহ ভাগ হয় সরকারি পোষ্টঅফিসের মাধ্যমে।
কম খরচে সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য।
৭| ২৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫
সাসুম বলেছেন: বাংলাদেশ বলেই আজকে পোস্ট এর এই অবস্থা।
চায়না পোস্ট, দুনিয়ার টপ ১০০ কোম্পানির একটা। ২০২০ সালের হিসাব-
Revenue US$ 89.347 billion
Net income US$ 4.4409 billion (2020)
ইউ এস পি এস, আম্রিকার সরকারি পোস্ট। ২০১৯ সালের হিসাব
Revenue $71.14 billion,
Net income US $ 8.8 Billion ( সেলারি ইঙ্ক্রিজ এর কারনে ২০১৯ সালে ৬.৩ বিলিয়ন ডলার বেশি খরচ হবে, এটা দেখানো হয় নাই। )
দুনিয়ার সব দেশের পোস্টাল সার্ভিস এখন বুম । আর সরকারি হলেতো কথাই নেয় কারন খরচ ও কম আবার ই কমার্সে মানুহশ ট্রাস্ট ও করে বেশি।
একমাত্র উগান্ডায় এই পোস্টাল সার্ভিস মাইর খাবে। কারন বেসরকারি কুরিয়ার কোম্পানি রা বিজনেস করবে কিভাবে? আজিব ব্য্যাপার স্যাপার! বুঝতে হবে।
উগান্ডা গেলেই বুঝতে পারবেন, সরকারি কোন জিনিষ মানেই নস্ট করে ফেলে দিতে হবে। কাহিনী শেষ ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: তবে জিপিও তে বেশ ভিড় হয়।