![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ভালোবেসে সখি নিভৃতে যতনে, আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে... আমার পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে..." আর বলবো না কথা, দুঃখ শত ব্যাথা হয়ে যাব নিরব, নিস্তব্ধ একেবারে স্রোতহীন ব্যাথাতুর কোনো সমুদ্রের মত । “নিভৃত প্রাণের নিবিড় ছায়ায় নীরব নীড়ের ‘পরে কথাহীন ব্যাথা একা একা বাস করে ।” © [email protected]
মন খারাপের কি কোন সুর আছে....? নাকি তা পুরোপুরি বেসুরো,তান্ত্রিক । যেমন আজকের সময়টা কেমন স্তব্ধ হয়ে কাটালাম । দীর্ঘ সময় টেবিলে বসেছিলাম কিন্তু কোন কাজ করিনি – সময়টা যেন স্তব্ধ হয়ে ছিলো, সামনেও যাচ্ছে না;পিছনেও না ।
সেই ছোটবেলাতেই শেখ সাদীর শিক্ষাটা মাথায় ঢুকেছিলো । যে সম্মান, যে দাওয়াত শুধু পোশাকে বা নামে – সে সম্মান ত সেই পোশাকেরি বা নামেরি প্রাপ্য; তাতে আমার কোন অংশ নেই । আমি কি, সেটা আমার কথা, আমার আচরণ, আমার আমিত্বেই ফুটে উঠবে । আমার প্রকৃত সম্মান, আমার প্রকৃত প্রাপ্তি, আমার মধ্যে যা আছে তাতেই নির্ধারিত হোক ।
ভালো লাগে না ।। এই আমরা, এই শিক্ষিত মানুষগুলোই কেনো মাঝে মাঝে এত অবুঝের মত আচরণ করি – কেনো এতটা কদর্য হয়ে উঠি । ক্লাস নাইনে পড়া হেনরি ওয়াডসওয়ার্থ এর the arrow and the song কবিতার কথা মনে পড়ছে .....
“আমি একটা তীর ছুঁড়েছিলাম শূণ্যে
..... .....
আমি একটা গান গেয়েছিলাম শূণ্যে
..... .....
অনেক অনেকদিন পর,
আমি তীরটাকে পেয়েছিলাম সেইরকমি কোন এক ওক গাছে
আর গানটা পেয়েছিলাম সেইভাবেই, কোন এক বন্ধুর হৃদয়ে ।”
" I shot an arrow into the air,
It fell to earth, I knew not where;
For, so swiftly it flew, the sight
Could not follow it in its flight.
I breathed a song into the air,
It fell to earth, I knew not where;
For who has sight so keen and strong,
That it can follow the flight of song?
Long, long afterward, in an oak
I found the arrow, still unbroke;
And the song, from beginning to end,
I found again in the heart of a friend. "
Henry Wadsworth Longfellow - THE ARROW AND THE SONG
তুমি কোন ভালো কথা বলো, সুন্দর কথা বলো... তা জমা থাকবে অবিকল সেইভাবেই সুন্দর হয়ে আমার কোমল হৃদয়ে । আর তোমার কঠিন, কদর্য রূপটাও জমা থাকবে কঠিনভাবে, আর কোন কঠিন হৃদয়ে; অবিকল ফিরে আসবে তোমার কাছে... তার থেকেও কঠিন হয়ে । তুমি মানুষ, তুমি সুন্দর, তোমার কাছ থেকে সুন্দর আচরণই ত আমি চাইব ।
আমি বুঝি না, কেনো মানুষে মানুষে এত রেষারেষি, কেনো এত অপ্রিয় কথার চালাচালি – ভালোবেসে নাওনা সবাইকে আপন করে; ক্ষমা করে দাও না তাদের সব ভুলগুলোকে ।
আর সব অবিশ্বাসী,কদর্য মানুষকে ছেড়ে দাও তাদের নিজেদের চক্রে, যে চক্রে তারা নিজেরাই একদিন বাঁধা পড়বে কঠিন শৃঙ্খলে ।
২| ২২ শে জুন, ২০০৭ রাত ৯:০৭
রোবট রাজকন্যা বলেছেন: রাইট .... এখনও কবিতাটা খুব ভালো লাগে ।
আপাতদৃষ্টিতে খুবি সাধারণ একটা কবিতা
কিন্তু কি গভীর মর্মার্থ ।
৩| ২২ শে জুন, ২০০৭ রাত ৯:২৩
ঝড়ো হাওয়া বলেছেন: কবিতা টা তো ভুলেই গিয়েছিলাম, মনে করিয়ে দিলেন। শিক্ষনীয় পোষ্ট তাই শিক্ষা গ্রহন করলাম।
[৪.৮৯৬ / ৫]
৪| ২২ শে জুন, ২০০৭ রাত ৯:৩২
মৈথুনানন্দ বলেছেন: বেশির ভাগ লোকে বাইরে বড়ো হয় - খুব কম ভেতরে।
...For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.
৫| ২২ শে জুন, ২০০৭ রাত ১১:২৪
ধুসর গোধূলি বলেছেন: সফট জিনিষের আবেদন অনেক দীর্ঘস্থায়ী হয়।
মেলানকোলি গল্প তাই মানুষের মনে থাকে বেশি, সংখ্যার দিক থেকেও সেটা জনপ্রিয় হয়।
আচ্ছা, সলিটারী রীপার কার লেখা জানি?
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০০৭ রাত ৮:৪৯
মৃন্ময় আহমেদ বলেছেন: কবিতা যে কী পরিমাণ আকর্ষণ করেছিলো তা তখনো ভাষায় প্রকাশ করা অসম্ভব ছিলো, এখনো বুঝাতে পারবো না।