![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ভালোবেসে সখি নিভৃতে যতনে, আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে... আমার পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে..." আর বলবো না কথা, দুঃখ শত ব্যাথা হয়ে যাব নিরব, নিস্তব্ধ একেবারে স্রোতহীন ব্যাথাতুর কোনো সমুদ্রের মত । “নিভৃত প্রাণের নিবিড় ছায়ায় নীরব নীড়ের ‘পরে কথাহীন ব্যাথা একা একা বাস করে ।” © [email protected]
এই ফাগুনে আগুন রাঙা কৃষ্ণচূড়া’র কাছে আমার বাগানের ফুটন্ত গোলাপও কেমন যেন ম্লান দেখায়। ফাগুন এসেছে বসন্তের বার্তা নিয়ে । রাস্তায় হুডখোলা রিক্সায় যেতে যেতে যখন এক ঝাঁক লালে লাল ফুলে ভরা কোন কৃষ্ণচূড়া’র দিকে চোখ যায়, তখন বাঙালি হিসেবে হৃদয়ে ভালোবাসার খুশির পারদটুকু আরও একধাপ বেড়ে যায় । বাংলা ছাড়া আর কোথাও কি পাবো এমন আগুন রঙা কৃষ্ণচূড়া ? পেলেও কি তা বাংলা ছাড়া আর কোথাও এমন প্রাণের আবেগ ছড়াবে ? জানি না ।
আজ ভালোবাসা দিবস । ভ্যালেন্টাইনস ডে । আজকে এই মনটা কেমন যেন একটু উম্মনা । কাজ কর্মে খুব একটা মন বসে না । পরিচিত লোকজনের কেউ কেউ মেসেঞ্জারে টোকা দিয়ে বলে Happy valentines day । আমিও বলি Thank you । বুঝলাম বাঙালি এই দিবসটাকেও উৎসবের অনুষঙ্গ হিসেবে পালন করতে শুরু করে দিয়েছে বেশ ভালো ভাবেই । আজকে বারান্দায় দাঁড়িয়ে বাগানের ফুটন্ত ফুলগুলোর দিকে ভালোই চোখ যায় । ফুটন্ত ফুলগুলো যেন আবেগ ভরা সুরে বলে “ভালোবাসো ভালোবাসো – কি সুন্দর এই পৃথিবী ! কি সুন্দর এই পৃথিবীর রং, রস আর রূপ” । ফুলের দোকানগুলিতেও আজ উপচে পরা ভীড় থাকবে । ফুলগুলোর দিকে আমার একদৃষ্টিতে তাকিয়ে থাকতে ভালো লাগে । ফুলগুলো আমার দিকে তাকিয়ে হাসতে থাকে । আচ্ছা ফুলেরাও কি বুঝতে পারে মর্ত্যের মানুষ এই দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে ? জানি না ।
ভালো তো বাসি । আজকেও বাসি, প্রতিদিনই বাসি । শুধু প্রতিদিনকার পথচলার ক্লান্তি হিসেবে হয়তো ভালোবাসার পরিমাণটা কম বেশি হয় ।
সারা বিশ্বেই আজ ভালোবাসার ব্ড় প্রয়োজন । আমাদের এই দেশে ভালোবাসার প্রয়োজনটা আরও বেশি । রাস্তার ধারের ঐ জীর্ণ শিশু, শীর্ণকায় বৃদ্ধ, শিশু কোলে অসহায় মাতা,দেশের অসংখ্য খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ আর এই ইট, কাঠ, কংক্রিটের নগরে প্রতিদিন যাদের আয় এক ডলারেরও কম তাদের অনেকের জন্যেই আমাদের অনেক কিছু করার আছে । ভালোবেসেই তাদের দিকে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিতে পারি । দিতে পারি তাদের দৈনন্দিন জীবনে আমাদের ভালোবাসার উষ্ণ পরশ । ভালোবেসেই আমরা পারি নিজের আর আমাদের চারপাশের ভুবনকে খুশিতে ভরিয়ে তুলতে ।
ভালোবাসো ভালোবাসো । সব্বাইকে ভালোবাসো । এসো ভালোবেসেই ভালো কিছু করি । ভালোবেসেই ভালোর তীর্থে নামি । ভালোবেসেই ভালোর ভুবন গড়ি ।
এই ফাগুনের নতুন গ্রুপ "ভালোবাসা ভালোবাসা" - তে আগ্রহী বন্ধুদের অংশগ্রহণের আমন্ত্রণ রইলো । ভালোবাসা ভালোবাসা গ্রুপ নিয়ে মৃম্ময়ের এই পোস্টটিতেও একটি টোকা দিতে পারেন ।
১১ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৮
রোবট রাজকন্যা বলেছেন: " যন্ত্রের ভাল লাগার অনুভূতি নেই। " --- ভালোই বলেছেন ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
ভাস্কর চৌধুরী বলেছেন:
remember, the greatest gift is not found in a store nor under a tree, but in the hearts of to friends.
HAPPY VALENTINE DAY.
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১০
রোবট রাজকন্যা বলেছেন: ধন্যবাদ, ভাস্কর চৌধুরী ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হ..
রোবট রাজকন্যা যদি বানায় ভালোবাসা গ্রুপ.. তাইলে
চিন্তাইতাছি
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
রাশেদ বলেছেন: শুভেচ্ছা রইলো।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২০
মৃন্ময় আহমেদ বলেছেন: সবাইকে স্বাগতম।।
৬| ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১:৪২
পথিক!!!!!!! বলেছেন: সুন্দর লিখেছেন .........
ভাল আছনে তো
৭| ১১ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৭
রোবট রাজকন্যা বলেছেন:
আরে পথিক ভাই....... কেমন আছেন .
আপনার লেখা অনেকদিন মিস করেছি ।
মাঝখানে একবার ভেবেছিলাম আপনাকে আর সুনীল সমুদ্রকে নিয়ে একটা লেখা লিখবো ।
আর হ্যাঁ, আমাকে চিনতে পেরেছেন তো ?
পথিকের মতো নির্জন নির্বাসন চাই.... হা হা হা ।
ভালোবাসা ভালোবাসা গ্রুপে আমাদের সাথে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২২
সাঈফ শেরিফ বলেছেন: ফুলগুলোর দিকে আমার একদৃষ্টিতে তাকিয়ে থাকতে ভালো লাগে ।
রোবট রাজকন্যা নামের সাথে পোস্টের বক্তব্য বেমানান। যন্ত্রের ভাল লাগার অনুভূতি নেই।