![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার ঘায়ে কুত্তা পাগল (মাঘাকুপা)- ডগ ম্যাড বাই হেডস ইনফেকশন
আমি মাঝখানে কিছুদিন আমরা বন্ধু ব্লগে লিখতাম। সেখানে একজন ব্লগার আতিয়া বিলকিস মিতু। নাহ ওনাকে চিনিনা। ব্লগেই পরিচয়। ওনার একটা পোস্ট পড়লাম। তাঁর ভাইয়ের মেয়েকে নিয়ে। মেয়েটির বয়স চার/পাঁচ বছর। http://www.amrabondhu.com/atia-bilkis-mitu/764 । হ্যাঁ মেয়েটির ক্যানসার।
যারা আমাকে এখানে চেনেন তাঁরা জানেন আমার মেয়েটিও ঐ বয়সী। বোধ করি সেজন্যই মনের কোথায় যেন একটু খোঁচা লাগলো। তার কদিন আগেই আরেকটা লেখা পড়লাম মিতুর। তার আরেক ভাই আর ভাবী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রেখে গেছেন তিনটি বাচ্চা কে। http://www.amrabondhu.com/atia-bilkis-mitu/805
তানহাকে যখন ক্যানসারের বিরুদ্ধে লড়তে হচ্ছে তখন তার বাবার হয়েছে হেপাটাইটিস সি। তিনিও শয্যাশায়ী।
লালকেল্লা উপন্যাসের কথাটা কি তীব্রভাবেই না সত্যি হয়ে যায় কারো কারো জীবনে- "মানুষের জীবনে সুখ আসে একা, চোরের মতো। দুঃখ আসে দল বেঁধে, ডাকাতের মতো। "
নিশ্চয়ই বলতে হবে না ঐ পরিবারটির অনেক কিছুই দরকার। দরকার তাঁদের মনে সাহস জোগানো। আমাদের সামান্য আয় থেকে হয়ত পারি তাদের এই বিশাল চিকিৎসা ব্যয়ের বোঝা (আগামী দুই আড়াই বছরে লাখবে বারো লাখ টাকা) কমাতে। হয়ত একজন, পাচ জন বা দশজন পারবো না। একশ জন,পাঁচশ জন বা হাজার জন হলেতো ঠিকই পারবো। যাদের নিকটজনের ক্যনসার হবার দূর্ভাগ্য হয়েছে তাঁরা জানেন কি ব্যয়বহুল এই রোগ। কি কঠিন এ রোগ।
কেউ কেউ এগিয়ে এসেছে। তাঁদের একজন শিল্পী রুনা লায়লা। ডেইলী স্টারে ওনার লেখা: Click This Link
সামু ব্লগে কয়েক মাস আগে পোস্ট দিয়েছিলেন ব্লগার ডলুপুত্র। ওনার পোস্ট: Click This Link
সময়মত চিকিৎসা হলে ক্যানসারের রোগীও সারে। মনে আছে সাবিনা ইয়াসমিনের কথা। আমরা কি পারি একটি দুঃখী পরিবারে আশার আলো জ্বালাতে?
যোগাযোগের ঠিকানা:
সৈয়দা আতিয়া বিলকিস, এসবি/ একাউন্ট নম্বর- ২৬৭৯৪- ইউসিবিএল, কাওরান বাজার শাখা, ঢাকা। বিদেশ থেকে পাঠালে- এভি সুইফট ইউসিবিএলবিডিএইচকেবি ২, সৈয়দা আতিয়া বিলকিস, এসবি/ একাউন্ট নম্বর- ০০৪৪১২১০০০২৬৭৮৪।
বিস্তারিত যোগাযোগ- চাইল্ড ক্যান্সার ইউনিট, ডি ব্লক, তৃতীয় তলা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
ফেইসবুকে গ্রুপ খোলা হয়েছে তানহা ট্রিটমেন্ট ফান্ড:
Click This Link
Nahid Jabed
SB/AC NO-56997
UCBL Bank,Karwanbazar Branch,
(online bnk, accnt holders can send money frm any UCBL bank of Bangldsh),or frm any other bnk, in any currncy frm anywhr in the world)
SWIFT:UCBLBDDHKBZ 004412100056997
০৭ ই জুলাই, ২০১০ সকাল ১১:১৮
রোবোট বলেছেন: তোমার সার্কলে জানিয়ো। মোটামুটি সব ইনফোই তো আছে।
২| ০৭ ই জুলাই, ২০১০ সকাল ১১:১৮
রুবাই রেনো বলেছেন: "মানুষের জীবনে সুখ আসে একা, চোরের মতো। দুঃখ আসে দল বেঁধে, ডাকাতের মতো।
খুবই সত্যি কথা...
আশা করি তানহা ভলো হয়ে যাবে..
ধন্যবাদ
০৭ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৪
রোবোট বলেছেন: দোয়া/চেষ্টা করেন যাতে টাকার যোগাড় হয়। একেকসময় অরথ না থাকাটাই সবচেয়ে বড় অনর্থের মূল হয়ে যায়।
৩| ০৭ ই জুলাই, ২০১০ সকাল ১১:২১
বৃত্তবন্দী বলেছেন: ফেসবুকে দিলাম
০৭ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৪
রোবোট বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই জুলাই, ২০১০ সকাল ১১:২২
হেমায়েতপুরী বলেছেন:
০৭ ই জুলাই, ২০১০ সকাল ১১:৩১
রোবোট বলেছেন: যেভাবে পারেন সাহায্য করুন। ব্লগার কমিউনিটিতে। নিজের সার্কলে জানান সবাইকে।
৫| ০৭ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৫
হতাশার স্বপ্ন বলেছেন: সাথে আছি
০৮ ই জুলাই, ২০১০ রাত ২:৩৫
রোবোট বলেছেন: ধন্যবাদ। ভালো হয় যদি আপনার পরিবার-আত্নীয়-বন্ধু মহলে লিংকগুলো পাঠিয়ে দিলে।
৬| ০৮ ই জুলাই, ২০১০ রাত ৮:১৫
জেরী বলেছেন: এই কয়েকদিন সামুতে লগইন করতে জান বের হয়ে যেত। দেরীতে পোস্ট টা দেখলাম তালুঐ
০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৫৭
রোবোট বলেছেন: হুমম। সামু কিছুদিন খুব স্লো ছিলো। তার উপর বিশ্বকাপ জ্বর। কিছু করা যায় কি?
৭| ০৯ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
সাইফুর বলেছেন: ফেসবুকে শেয়ার করছি
০৯ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
রোবোট বলেছেন: দেখলাম। আমারটাতেও করবো।
৮| ০৯ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
স্বদেশ হাসনাইন বলেছেন: সাথে আছি।
০৯ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
রোবোট বলেছেন: অর্থ সংগ্রহে অংশ নিলে ভালো হয়।
৯| ১৪ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৬
মানবী বলেছেন: ডলুপুত্রের পোস্টটা স্টিকি করা হবে আশা করেছিলাম, পোস্টে কিছু তথ্য জানতে চেয়েছিলাম!
তানহার বাবা অসুস্থ, তারপরও তার বাবা বা মায়ের এ্যাকাউন্ট হলে ফান্ড রেইজে সুবিধা হয়, ডলুপুত্র ব্লগেই এটা বলেছিলাম মনে হয়।
সেখানে খুব সম্ভবত বাচ্চার ফুপুর এ্যাকাউন্ট ইনফো ছিলো। নাহিদ জাবেদ তানহার মা কিনা বুঝতে পারছিনা।।।
সাধ্য মতো সাহায্যে প্রতিশ্রুতি রইলো।
তানহার দ্রুত আরোগ্য লাভের প্রার্থণা করি।
১৫ ই জুলাই, ২০১০ রাত ১:০০
রোবোট বলেছেন: নাহিদ জাবেদ মা বলেই জানি। মিতু হলেন ফুপু। ফেসবুক গ্রুপটায় গেলেই হয়।
ধন্যবাদ
১০| ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৭
বোহেমিয়ান কথকতা বলেছেন: ঃ(
শেয়ার করছি
১৫ ই জুলাই, ২০১০ রাত ১:০৫
রোবোট বলেছেন: ধন্যবাদ
১১| ১৫ ই জুলাই, ২০১০ রাত ১১:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সব ইনফো রাখলাম........
সবাইকে বলবো......এবং নিজেরটুকু করবো।
ভালো থাকবেন.......
মন খারাপ হয়ে যায় এমন সব খবরে,
সবাই যেনো সুস্থভাবে বেঁচে থাকি।প্রার্থনা।
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১০:৩৭
রোবোট বলেছেন: ধন্যবাদ।
১২| ০৩ রা আগস্ট, ২০১০ রাত ২:৫৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: মামা কি খবর ? কেমন আছেন ?
০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:০৬
রোবোট বলেছেন: এইতো। তোমার কি খবর ভালো আছো? কমেন্টে অনটপিক অংশ থাকলে ভালো লাগতো।
১৩| ২৫ শে আগস্ট, ২০১০ রাত ১:৩৪
বোহেমিয়ান কথকতা বলেছেন: মানুষের জীবনে সুখ আসে একা, চোরের মতো। দুঃখ আসে দল বেঁধে, ডাকাতের মতো।
share dilam
frnd circle e janassi
২৭ শে আগস্ট, ২০১০ সকাল ৯:০৮
রোবোট বলেছেন: শুধু ফেইসবুকে শেয়ার দিয়ে মনে হয় লাভ নাই। ভালো হয় কোন ব্লগীয় আড্ডায় প্রসংগটা তুলতে পারলে। ৫/৬ জন কাজ শুরু করলে সময় বেশী লাগবে না সাহায্য আসতে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১০ সকাল ১১:১৭
বৃত্তবন্দী বলেছেন:
