![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যে দল ক্ষমতায় থাকে , আমি ও সেই দলের সমর্থক হয়ে যাই ।
[img|http://cms.somewhereinblog.net/ciu/image/172969/small/?token_id=a669767057bad537e5746d9a881227bf
‘মা, তোমার নীল শাড়িটা কই?’
‘আলমারিতে। আর এই ভরদুপুরে শাড়ি দিয়ে কী করবে?’ মায়ের প্রশ্ন।
‘আমি দেখছি, আমার কোনো বিষয়ই তোমরা মনে রাখো না। আজ ইমরানের জন্মদিন, বিকেলে দেখা করছি।’ অনুপার উত্তর।
‘এই গরমে সিল্ক না পরে গত ঈদের জামদানিটা নিতে পারো।’
‘মা, তোমাকে নিয়ে আর পারি না। কতবার বলব, নীল শাড়ি ইমরানের খুব প্রিয়।’
‘ভাবি, তোমাকে না কতবার বলেছি মুখের সাজ এত গাঢ় করবে না। ইমরান একদম পছন্দ করে না। দেখো তো, কেমন পেত্নীর মতো লাগছে। এই মেকআপ তুলে আবার নতুন করে লাগাতে হবে। ধুর, দিলা তো মুডটা নষ্ট করে!’
‘হ্যালো আসিফ, কই তুই?’
‘আপা, আমি ফুলের দোকানে। আসছি।’
‘আমি কি তোকে নীলপদ্ম আনতে বলছি? এক গাছি বেলিফুল আনতে এত সময় লাগে? তোরা কেউ আমাকে গুরুত্ব দিস না।’
‘আফা, আইজকা কি চুলে শ্যাম্পু করছুইন?’
‘চুলে শ্যাম্পু করেছি কি না, সেটা দিয়ে তোমার কোনো কাজ নেই, বুয়া। খোঁপা করে দিতে বলেছি করে দাও। তোমার ইমরান ভাই বলে, নীল শাড়িতে চুলে বেলিফুল দিলে আমাকে নাকি পরির মতো লাগে।
এদিকে আসিফ ফুল নিয়ে এখনো এল না। মা আবার কোথায় গেল? এই ফ্যামিলির সবাই পাগল! এদের যন্ত্রণায় আমিও পাগল হয়ে যাচ্ছি।’
‘আফা, ইমরান ভাই এহন আর বাসায় আহে না ক্যান?’
‘লজ্জা, বুঝেছ বুয়া, তোমার ইমরান ভাই লজ্জায় আসে না। বলেছে, একবারে বিয়ের সময় বর সেজে আসবে।’
খানিক পর মায়ের কথোপকথন।
‘হ্যালো, অনুপার আব্বা, কই তুমি?’
‘অফিসে।’
‘জলদি বাসায় আসো।’
‘কেন, কোনো সমস্যা?’
‘সে রকম কিছু না। অনুপার পাগলামিটা আবার বেড়েছে। তুমি তো জানোই, এই দিনটা এলেই ও আরও বেশি...’
‘চিন্তা কোরো না। আমি আসছি...।’
ওপাশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা রাখলেন অনুপার বাবা।
কাজী মেহেদী হাসান
টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।
Click This Link
©somewhere in net ltd.