![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌন্দর্য লাভের খাতিরে বর্তমানে বেশীরভাগ মহিলারাই হাই হিলের চটি পড়েন৷ উচ্চতা বাড়ানোর সঙ্গে তা ফ্যাশানেও নতুন মাত্রা যোগায়৷ কিন্তু জানেন কি দীর্ঘদিন এই হাই হিলের জুতো পড়ার ফলে আপনি কঠিন রোগের শিকার হতে পারেন৷ অপনার শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে৷
ক্রমাগত হাই হিলের চটি পড়লে পুরো শরীরে এর নেগেটিভ প্রভাব পড়ে৷ এতে জয়েন্টের উপর চাপ পড়ে৷ কারণ হাই হিল পড়লে শরীরের সারা ভারটা পায়ের পাতার উপরে চলে আসে৷ এই জন্য বেশীরভাগ ক্ষেত্রে পায়ের পাতার উপর প্রচন্ড ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে৷
এছাড়া হাটুতেও যন্ত্রনা হওয়ার সম্ভাবনা থাকে৷ কারণ হাই হিল পড়ার ফলে হাটুর উপরে 26% চাপ পড়ে৷ এছাড়া এক নাগাড়ে হাই হিল পড়লে আপনি ব্যাক পেইনের শিকার হতে পারেন৷ ব্যাক পেইন কখনও আর্থারাইটিসের সমস্যাও তৈরি করতে পারে৷ তাই বেশীরভাগ চিকিত্সকেরাই ফ্ল্যাট চটি পড়ার পরামর্শ দিয়ে থাকেন৷
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫৮
রিফাত হোসেন বলেছেন: মানতে পারলাম না ।
পাশ্চাত্য দেখি তাই । যদি এতই অসুবিধা হত তাহলে যে বয়সে তারা দৌড়া দৌড়ি কিংবা বেচে থাকে সেই বয়সে বিডি মেয়েরা বুড়ি থুরথুরি কিংবা কবরে থাকে ।
সুতরাং ........