![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজো তারে দেখা হলো না শুকিয়ে কাঠ হয় চোখ-নদী মেঘ-জলে বৈশাখি ঝড় তবু অষ্টপ্রহর অধীর অপেক্ষা সে আসে যদি...
আজকাল ছবি তোলার একটা হিরিক পড়েছে। ফেসবুক খুললেই দেখি নানারকম মুখাবয়ব। একেকটার ভঙ্গি একেক রকম। মেয়েদের কিছু সেলফিভঙ্গি দেখলে অনায়াসে কেউ ভুল করে বসেন কুষ্ঠ রোগী ভেবে।
যাদের একটা ডিএসএলআর আছে বা যাদের মোবাইলে হাই রেজুলেশন ক্যামেরা তাদের প্রত্যেকেই এই রোগে আক্রান্ত।
যখন যে হুজুগ সেটাকে ফেরানোর উপায় নেই। একটা যুক্তি এভাবে অনেকে দেন। কিন্তু এমনটা কি হতে পারে না, আপনার ক্যামরাটা ভালো কাজেও ব্যবহার হোক? আপনি নিজের ছবি ছাড়া আশেপাশেও একটু তাকান।
দেখুন কোথায় রাস্তাটা ভাঙা ..
তার একটা ছবি তুলুন
কোথায় আবর্জনা পড়ে আছে, সেটা ডাস্টবিনে ফেলে সেই দৃশ্যটা ক্যামেরায় ধরুন। তারপর সেটা পোস্ট করুন।
একজন বৃদ্ধ ভিক্ষা করছে তার ছবিটা পোস্ট করে কিছু অর্থ পৌঁছান।
কিংবা কোথাও দেখলেন ট্রাফিক পুলিশ গাড়ি থামিয়ে উপড়ি কামাইয়ে ব্যস্ত, তার একটা ছবি...
কোনো রাস্তায় মেয়েদের টিজ করছে বখাটেরা..
তার একটা ক্লিক...
ভাড়া কম দিয়ে ঝগড়া বাঁধাচ্ছে কন্টাক্টরের সঙ্গে...
ক্লিক..
রাস্তায়, দেয়ালে প্রশ্রাব করছে কেউ
ক্লিক...
গাড়িটা অযথাই দখল করে আছে ফুটপাথ..
ক্লিক
ফুসফুসের পার্কটা দখল করে আছে ফেরিওলা..
ক্লিক
একদিন এসব তুলে ফেসবুকে দিননা। দেখবেন সাড়া পাবেন। আপনার ক্যামেরার ভালো একটি কাজও হয়ে যাবে। আর আপনার দেখাদেখি প্রাণিত হবে অন্যরা। তারাও এমন কিছু ছবি পোস্ট করবে। এভাবে সচেতনতা বাড়ার পাশাপাশি কমবে অপরাধ।
এইটা হলো কমিউনিটি সাংবাদিকতা। যেখানে সবাই সাংবাদিক। দুই বছর আগে আমরা এমন একটা প্লান নিয়ে কাজ শুরু করেছিলাম। জার্নালিজম ফর অল। সবার জন্য সাংবাদিকতা। থিমটা এটাই। এই স্যোসাল মিডিয়ার যুগে আপনাকে কম্পানির মিডিয়ার দ্বারস্ত হতে হবে না। আপনিই মিডিয়া, আপনিই সাংবাদিক, আপনিই সমাজ পরিবর্তনকারী।
একটিভ আছি এখানে...
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪
রোকন রাইয়ান বলেছেন: হ্যা আমাদের সামনে এমন উপাদান ভরপুর। যাতে আমরা আটকে যাই। কিন্তু তবু আমরা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি। এজন্যই বিশ্বাসী হই। চেষ্টা করে যাই এবং সবার করে যাওয়া উচিত।
ধন্যবাদ পড়ার জন্য।
২| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১০
অবনি মণি বলেছেন: ভালো পরামর্শ ! অনেকবার ই এরকম ছবি ক্লিক করতে চেয়েছি কিন্তু ভয় পাই যদি কেউ কিছু বলে !! অনেক খারাপ ভাবে বলা টাকেই ভয় পাই ।
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
রোকন রাইয়ান বলেছেন: হ্যা বলার ভয়টা থাকেই. ধন্যবাদ
৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২২
ফেরদৌসা রুহী বলেছেন: আইডিয়াটা অনেক ভাল। যারা সারাক্ষণ রাস্তাঘাটে ক্লিক ক্লিক করেন তারা এগিয়ে এলেই অনেক কাজে দিত এই চিন্তা।
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
রোকন রাইয়ান বলেছেন: হ্যা সুন্দর একটা কাজ হতো.
৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১
খায়রুল আহসান বলেছেন: ভালো কিছু সাজেশন দিয়েছেন। সবাই এটা একটু একটু করে পালন করতে চেষ্টা করলেও সমাজ সচেতনতা অনেকটা বেড়ে যাবে আর প্রকাশে খারাপ কাজ করার বা ঔদ্ধত্য দেখাবার ঘটনা অনেকটা কমে যাবে।
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০০
রোকন রাইয়ান বলেছেন: অনেক ধন্যবাদ স্যার কষ্ট করে পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১
এরিক ফ্লেমিং বলেছেন: সৎ চিন্তা থাকলে কল্যাণকর অনেক কিছুই করা যায়। কিন্তু মানুষ যেন জনকল্যাণের চিন্তা না করতে পারে তার আয়োজনটা অনেক বেশি আমাদের সমাজে।