নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি একজন অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুনআমার প্রকৃত নাম বিজয়, নিকট লোকেরাও ডাকে বিজয় নামে এই নামেই স্বাছন্দ্য বোধ করি।

রক্তিম বিজয়

আমি সেই কাব্য

রক্তিম বিজয় › বিস্তারিত পোস্টঃ

যে দোকানে সততার পরীক্ষা হয় B-) :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯


দোকানে নিত্য প্রয়োজনীয় বই, খাতা, কলমসহ আছে অন্যান্য স্টেশনারী পণ্য।
কিন্তু এতে নেই কোনও বিক্রেতা! ক্রেতারা পছন্দের পণ্যটি বেছে নিয়ে নিজেরাই দাম পরিশোধ করবেন। তাও এক্ষেত্রে ক্রেতাদের অধিকাংশই হলো শিশু শিক্ষার্থী। এমনটি উন্নত বিশ্বের দেশগুলোতে চর্চা হলেও বাংলাদেশে বিরল। শিক্ষার্থীদের মাঝে সততা ও ন্যায়পরায়ণতা গড়ে তুলতে এমনই এক ব্যতিক্রমী বিপণীবিতানের যাত্রা শুরু করেছে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল।‘সততাই একমাত্র পন্থা, তাই চলুন সবাই সৎ পথ অবলম্বন করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সততা শিক্ষা প্রকল্পের’ আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।
এই ব্যতিক্রমী দোকানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ এথিক্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইকবাল মাহমুদ। আরও উপস্থিত ছিলেন সিআইএসডি স্কুলের চেয়ারম্যান ও ব্যাবিলন গ্রুপের ডিরেক্টর এস.এম. এমদাদুল ইসলাম, প্রফেসর ডঃ এহসানুল হক, প্রাক্তন সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, অধ্যাপক আমেনা বেগম ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
ব্যতিক্রমী এই শপ বিষয়ে ইন্টারন্যাশনাল স্কুলের কমিউনিকেশন ডিরেক্টর মাহমুদুল হক বলেন, সততা চর্চার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে সততা বিপণী। এই দোকানে ছাত্র-ছাত্রীদের নিত্য প্রয়োজনীয় বই, খাতা, কলম ও অন্যান্য স্টেশনারী সুলভ মূল্যে পাওয়া যাবে। উল্লেখযোগ্য বিষয় হল এ দোকানে কোনও বিক্রেতা বা দোকানদার থাকবে না। বিভিন্ন পণ্যের নির্ধারিত মূল্য লেখা থাকবে। ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় পণ্যটি নেবে এবং সঠিক মূল্য দোকানে রক্ষিত ক্যাশ বাক্সে প্রদান করবে।
নিজেদের এ কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে কার্ডিফ স্কুলের অধ্যক্ষ এ.এম.এম. খায়রুল বাশার বলেন, ‘মূলত ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা, ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার মানসিকতা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ।’উল্লেখ্য, সততা শিক্ষার এ প্রকল্পটি কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ও বাংলাদেশ এথিক্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত। কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের দুইটি ক্যাম্পাসে সততা দোকান প্রতিষ্ঠা করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ক্যাম্পাসেও এই দোকান প্রতিষ্ঠা করা হবে।

সূত্রঃ যমুনা টিভি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.