![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় চার-পাঁচ বছর আগের কথা। তক্ষন
আমি ক্লাস এইটে পদার্পণ করেছি মাএ।
আর তাহার কিছু দিনের মধ্যে বৃওির
টাকা হাতে পেয়েছিলুম। আমার চুরান্ত বড়
ভ্রাতা তখন প্রায়ই রাজধানীতে, গমন পিরন
করিতেন। সেই সুবাদে আমি তাহাকে ১০০০
টাকা প্রদান করিলুম। আমার জন্য তিন
খানা টি-শার্ট এবং এক খানা, থ্রী-কোয়াটার
প্যান্ট খরিদ করিবার জন্য। ভ্রাতা আমার
যথা সময় রাজধানীতে গমন করিলেন
এবং যথাসময় ফেরতও আসিলেন। আসা মাএ
আমি তাহাকে আমার টি-শার্ট ও প্যান্টের
কথা বলিলাম। সে আমাকে ১ খানা টি-শার্ট
হাতে ধরাইয়া দিল। আর কহিল-
সে নাকি আমার জন্য প্যান্ট, টি- শার্ট
খুজিয়াই পায় নাই!! এক খানা পাইয়াছে তাহাই
আনিয়াছে।! আর তাহার নিজের
লাইগা,রংবেরঙের ভাল ভাল পিরন,টি-
শার্ট,প্যন্ট সহিত করিয়া আনিয়াছে।
মনে মনে ক্ষুব্ধ হইলাম। এবং আমি আমার
বাকি টাকা ফেরত চাহিলাম। আমাকে এক
খানা ৭৮ ডেসিবলের ঝারি মারিয়া কহিল--
যাহঃ পরে আয় with ব্লা,ব্লা,ব্লা।
খানিক বাদে দেখিলাম তিনি তাহার কয়েক
খানা টি-শার্ট ট্রাইল দিতেছেন
এবং তাহাকে বেশ চিন্তিত মনে হইল।
পরে গ্যাত হইলাম যে তাহার দু খানা- টি-
শার্টে ক্ষুত নজর পরিয়াছে।একটা টি-শার্টের
হাতা ছোট অপর টা লাম্বায় ছোট।
মনে মনে আমি বেসব্ভব খুশি। নেহঃ আমার
লাইগা আনছ নাই এইবার পর বেশী কইরা!!
কিন্তু আমার এ খুশি বেশীক্ষন
স্থায়ী হইলনা। খানিক বাদে আবার
আমি আমার বাকি টাকা ফেরত চাহিলুম,
সে আমাকে তাহার ক্ষুত সম্পন্ন দুটি টি-
শার্ট হাতে ধরাইয়া দিয়া, সম্পূন্ন
টাকা গলায়গদ্ধন করিল। এবং বলিল
নে তোর লাইগা তিন খানা টি-শাটই খরিদ
করিয়া ছিলুম।
আমার মাথা পুরাই টাক্সি, ভ্রাতা আমার কয়
কি?? নগদ পলটি।। হায় কপাল; কিয়ক্ষন
চিৎকার করিয়া কান্দিয়া, খিচ খাইয়া রহিলাম।
মনে মনে কইলাম কেডা কইছিল
আমারে অরে টাকা দিতে।। এই দুঃেখর
কতা কারে কইমু।
আমার সেই বড় ভ্রাতা এখন ইউরোপে গমন
করিছেন। শুনেছিলুম ইউরোপের বাজার হইতে,
সে আমার জন্য নাকি টি-শার্ট খরিদ
করিয়াছিল। কি ভাবিতেছেন খরিদকৃত টি-
শার্ট সে আমার জন্য প্রেরন করিয়াছে।।
নাহঃ প্রশ্নই ওঠেনা না।। বংর প্রেরনের
প্রার্ককালে নাকি, সেই টি-শার্ট তাহার
মনে ধরিয়াছিল, তাই সে নিজেই এখন
তাহা পরিধান কিরিতেছে- আর ভেনিসের
সবুজ জলের ওপর গন্ডরা চরিতেছে।
বাহঃ ভাল তো ভাল না।
#মনা।
©somewhere in net ltd.