![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজ বৈশিষ্ট্যে নিজেকে কর বিমহিত-
অপর বৈশিষ্ট্যে নিজে হয়োনা মোহিত।
নিজ রূপ হউক নিজ পরিচায়ক-
অপর রূপে হয়োনা পরিচিত।
পর গুনে নিজেকে করিওনা আকৃষ্টি
নিজ গুনে মোহিত কর অন্যেরে।
নিজে যা তাই তুলে ধর অন্যের কাছে-
অন্যেরে আনিওনা নিজের মাঝে।
অন্যের পরিচয়ের পরিচিতি ক্ষনস্থায়ী-
নিজের পরিচয় সর্বক্ষনী ।
তুমি যে, তুমি সেই,
তুমি যা তুমি তাই।
তবে কেন অন্যেরে আনিবে নিজের মাঝে-
তুমি যে তুমি,
অন্য যে নও তুমি।
©somewhere in net ltd.