নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাকালো আমি।

আমি একজন অতি সাধারন মানুষ। সাদিাকালো আমি রঙিন জীবনের সপ্ন দেখি। জানিনা এ সপ্ন পূরন হবার কিনা। হয়ত বা হ্যা, হয়ত বা না।

সাদাকালো আমি। › বিস্তারিত পোস্টঃ

"নিজ বৈশিষ্ট্যে;

১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:২১

নিজ বৈশিষ্ট্যে নিজেকে কর বিমহিত-



অপর বৈশিষ্ট্যে নিজে হয়োনা মোহিত।



নিজ রূপ হউক নিজ পরিচায়ক-



অপর রূপে হয়োনা পরিচিত।



পর গুনে নিজেকে করিওনা আকৃষ্টি



নিজ গুনে মোহিত কর অন্যেরে।



নিজে যা তাই তুলে ধর অন্যের কাছে-



অন্যেরে আনিওনা নিজের মাঝে।



অন্যের পরিচয়ের পরিচিতি ক্ষনস্থায়ী-



নিজের পরিচয় সর্বক্ষনী ।



তুমি যে, তুমি সেই,

তুমি যা তুমি তাই।



তবে কেন অন্যেরে আনিবে নিজের মাঝে-



তুমি যে তুমি,

অন্য যে নও তুমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.