নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাকালো আমি।

আমি একজন অতি সাধারন মানুষ। সাদিাকালো আমি রঙিন জীবনের সপ্ন দেখি। জানিনা এ সপ্ন পূরন হবার কিনা। হয়ত বা হ্যা, হয়ত বা না।

সাদাকালো আমি। › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ও বিশ্বকাপ আয়োজন।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৫

টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক

বাংলাদেশ। আমরাই প্রথম সম্পূন্ন একা এ

আয়োজন করছি,তাই গর্বে বুকটা ভরে গেছে।

আজ নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে,

একজন বাঙালি হিসাবে,একজন

বাংলাদেশী হিসাবে।

আবার ততটা হতভাগ্য ও নিস্ব

মনে হচ্ছে নিজেকে!

আমি জানিনা আমার একাই

কি এমনটা মনে হচ্ছে কিনা।মনে হয় না,আমার

দলে অনেকেই আছেন। টি-

টুয়েন্টি বিশ্বকাপের শুভ উদ্বোধন হল

আমাদের এই সোনার বাংলায়।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে আমাদের

বাংলাদেশী শিল্পিদের কিছু আয়োজন

দেখে বুক ভরে গেল।

মনে হল হ্যাঁ,আমরাও পারি।

কিন্তু একি প্রধান মন্তীর

উদ্বোধনী ঘোষনার পর কেবল

হিন্দি সমারোহ।

এটা কি বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন

নাকি এ,আর রহমানের হিন্দি গানের কনসার্ট।



হাঠাৎ মনে হল আয়োজক

কি বাংলাদেশ ,নাকি হবু ভারত?

দেখলাম না বাংলাদেশ। তবে একি, আমাদের

দেশে মনেহয় এক খন্ড ভারত

তুলে আনা হয়েছে।তাই নয় কি?

উদ্বোধনী আনুষ্ঠানে মূলত আয়োজক

দেশের শিক্ষা,সংস্কৃতি,ধর্ম,বর্ণ,ঐতিহ্য,

ইতিহাস,স্বাধিনতা,ত্যাগ

ইত্যাদি তুলে ধরা হয় বিশ্বের দরবারে।

যাতে দেশের ভাব মূর্তি বিশ্বের কাছে উজ্বল

হয়।

কিন্তু আমাদের দেশে ইতিহাস সংস্কৃতি, ও

ঐতিহ্যের এতই অভাব যে,আমাদের

সংস্কৃতি অন্যদেশ

হতে ভারা করে আনতে হয়েছে;অতঃপর

উপস্থাপন করতে হয়েছে। কেন আমাদের

কি যথেস্ট ভাষা সংস্কৃতি,ইতিহাস,ঐতিহ্য

ছিল না?

সবার উওর হবে হ্যাঁ। তবে আমাদের দেশের

সংস্কৃতির জায়গা কেন অন্যকে দেব।

আপনার কি মনে হয়? ভারতে যদি আজ এই

আয়োজন হত ওরা কি আমাদের দেশের

কোন- সংগীত,নাচ,ঐতিহ্য আথবা ইতিহাস

তুলে ধরত। কখনই না খোট্টার দেশের

লোকেরা তা করত না। তবে আমরা কেন

টাকাদিয়ে ওদের সংস্কৃতি,ঐতিহ্য

ভারা আনছি। আমাদের কি কোন

সংস্কৃতি,ঐতিহ্য ছিল না, নাকি নেই?

আমাদের দেশে যা আছে তাই দিয়ে আমরা,

আমাদের দেশকে তুলে ধরতাম বিশ্ব-দরবারে।

হোক সেটা খনিকের জন্য,

বা বেশী জাকজমক পূর্ণ

হয়তো হতো না,তবুও বুক

চিতিয়ে বলতে পারতাম এ আমাদের

সংস্কৃতি আমাদের ঐতিহ্য। বিশ্ববাসী আজ

যা কিছু দেখছে সব ,এ সব আমাদের।

বিশ্বের কাছে বলতে পারতাম এ যে মানুষ

গুলো দেখছ তাও আমাদের।

সব এ সবকিছু আমার, আমাদের,

বাঙালীদের,বাংলাদেশের। বিশ্বের কাছে নতুন

করে পরিচিত হত আমার,আপনার,আমাদের

সোনার বাংলা।।

যে দেশের আন্তত্যাগের দৃষ্টান্ত বিশ্বময়।

তারা আবার এসেছে নতুন করে। বিশ্ব

সংস্কৃতিকে রাঙিয়ে দিতে।

হ্যাঁ এমনই গর্বময় হতে পারতো আমাদের এই

আয়োজন।।

কিন্তু কেন হলনা তা জানিনা ।

তবুও যা হয়েছে ভালই,,,,,,,,,,

বাংলাদেশর জন্য রইল শুভকামনা।।

#মনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.