নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাকালো আমি।

আমি একজন অতি সাধারন মানুষ। সাদিাকালো আমি রঙিন জীবনের সপ্ন দেখি। জানিনা এ সপ্ন পূরন হবার কিনা। হয়ত বা হ্যা, হয়ত বা না।

সাদাকালো আমি। › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাব!

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬

এলোমেলো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি যেখান
থেকে সব ট্রেন গুলো ছেড়ে যাচ্ছে,
একটা ও ধরতে পারছি না। দৃষ্টি অস্বচ্ছ।
আমি যেনো কারো জন্য
অপেক্ষা করে আছি, অনেক দূরের, প্রিয়,
অনেকদিন আগের চেনা এমন একজনের
জন্য। রাতের শেষ ট্রেনটা ও
ছেড়ে গেছে। তবু মনে হয়, রাতের ঘুম
ভাঙ্গিয়ে আরো একটা ট্রেন আসবে।
এমন প্রিয় কিছু বন্ধু ছিলো,
যদি কখনে মনে হতো তারা আমার
চেয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছে,
রাগে জ্বলে যেতাম।
আজকে তারা আমার ষ্টেশন
ফেলে অনেক দূরের ষ্টেশনে নেমেছে,
হারিয়ে যাচ্ছে, কেউ
হারিয়ে গেছে ভীড়ে। তবু ও
আমি অপেক্ষায় আছি। অনেক
অজানা অচেনা মানুষ নেমেছে আজ
ষ্টেশনে। রাতের শেষ ট্রেনটা ও
ছেড়ে গেছে। তবু মনে হয়, রাতের ঘুম
ভাঙ্গিয়ে আরো একটা ট্রেন আসবে।
যদি সব কিছু ঠিক থাকে আমিও কোন এক
ট্রেনে করে কাল হারিয়ে যাব............
.........।।ভাল থেকো সবাই।
#আল-আমিন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

ফাহিমুল ইসলাম বলেছেন: আমিও কোন এক
ট্রেনে করে কাল হারিয়ে যাব............

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

অন্য পুরুষ বলেছেন: আগামীকাল বাসে যাতায়াত করব। দেশের যে অবস্থা, তাতে হারিয়ে যাবার ভয় সবার মাঝেই কাজ করে।

সুন্দর লেখা।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬

সাদাকালো আমি। বলেছেন: কোথায় হারাবেন।#ফাহিমুল ইসলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.