নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন স্বার্থকের প্রয়াশ

রো০০৫

অনেক বেশী স্বপ্ন দেখি, আর তা পূরনের প্রয়াশ চালাই

রো০০৫ › বিস্তারিত পোস্টঃ

বাসা ভাড়া - ভাড়া বৃদ্ধি তে কি লাগাম পরবে ?

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৮

একটি নিউজ পরলাম ভালো লাগলো, কারন মধ্যবিত্ত পরিবার গুলোর জন্য ঘপ ভাড়া টা ছিল র্দূভিক্ষের মধ্যে ট্যক্স দেবার মত ঘটনা। যাহোক আসা করি একটি সমাধান পাবো নতুবা হাহকার টা দিনাদিন বেড়েই যাবে ;
সংবাদ টা হল এরকম -

বাড়িওয়ালা-ভাড়াটে বিরোধের কারণ জানতে কমিশন - সোর্স প্রথম আলো পত্রিকা - তাং ১লা জুলাই,২০১৫।

"সারা দেশের বাড়িওয়ালা ও ভাড়াটের মধ্যে বিরোধের কারণগুলো চিহ্নিত করতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ছয় মাসের মধ্যে এই কমিশন গঠন করতে হবে।

একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি বজলুর রহমান ও বিচারপতি রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।

রায়ে বলা হয়, সাত সদস্যের এই কমিশনের প্রধান হবেন একজন আইনজ্ঞ। তাঁর নেতৃত্বে এই কমিশন সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলে বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিরোধের কারণ নির্ণয় করবেন এবং তা প্রতিকারের উপায় বের করে সরকারের কাছে সুপারিশ করবেন।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এই কমিশন সুপারিশ দেওয়ার আগ পর্যন্ত সরকারের আর্থিক সক্ষমতা সাপেক্ষে ঢাকাসহ জেলা শহরগুলোর সব ওয়ার্ডে হাউস রেন্ট কন্ট্রোলার (বাড়ি ভাড়া নিয়ন্ত্রক) নিয়োগ করতে হবে।

২০১০ সালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদনটি করে। চূড়ান্ত শুনানি শেষে আজ রায় হলো।"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশে কমিশন? হা হা হা ! বছর পঁচিশেক পরে ওদের সুপারিশের খোজ নিয়েন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.