![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভয় হয় ফিরে না আসো যদি..পথে যদি পেয়ে যাও অন্য ঠিকানা..চৌকাঠ ডিঙিয়ে যতবারই নামো পথে,বড় ভয় হয় এই বুঝি শেষ দেখা।...
দুঃখের মাঝে জন্ম আমার
পাইনি সুখের সাড়া,
দুঃখ আমার জীবন সাথী
আমি সর্বহারা।
দুঃখ পেয়েই বড় হলাম
সুখ পেলাম না।
দুঃখ নিয়েই মরে যাবো,
সুখ চাইবো না।
সুখ যদি চাইতে যাই,
সুখতো আসবেনা।
দুঃখ এসে দেয় যে ধরা,
বাধাঁ মানে না।
১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪৩
রোমি খান বলেছেন: কষ্ট মাখা মন নিয়ে আমার লেখা স্বার্থক । ধন্যবাদ আপনাকে।
২| ০৯ ই নভেম্বর, ২০১০ রাত ৮:০১
পপি রোমি বলেছেন: ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩৬
শূণ্য উপত্যকা বলেছেন: ভাল লাগল।