নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরাত হোসেন রনি

আরাত হোসেন রনি › বিস্তারিত পোস্টঃ

সোনাপুর

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৬

কর্মক্লান্ত মানুষের মলিন মুখেও দেখেছি তৃপ্তির হাসি,
ভরদুপুরে দারিদ্রের কষাঘাতেও শুনেছি রাখালের বাঁশি।
ঢোলের তালে সন্ধা কালে মন্দিরে বেঁজেছে উঁলু-ধ্বনি,
বর্ষার ভ্যাপসা গরমেও ইমাম শুনিয়েছেন দ্বীণের বাণী।

তবে কৃষকের মুখে সেদিনের সেই তৃপ্ত হাসি,
গোলা ভরা ধান, পেঁয়াজের চাঙ, অজস্র পাটের রাজি।
তবুও নেই এক ফোটা ক্ষোভ, নেই ক্লান্তির ছায়া,
তামাটে দেহে জড়িয়ে আছে সিঁদুর রাঙা মায়া।

সবুজের গাঁ মুখরিত ছিল কিঁচির মিঁচির ছন্দে,
আজি বনের পাখি করেনা ডাকাডাকি পুরোনো আনন্দে।
মনের ব্যাথা ভাবি একাএকা বসে এক কোণে নিরলে,
বিচার দিব কোথা? কে শুনিবে ব্যাথা? অংক মেলেনা সরলে।

সোনাপুরে আজ নেই সে সুখ যা ছিল আগে,
তবে কি সত্যি সত্যি সুখগুলো খেল রূপকথার বাঘে?
দিবা স্বপনে সোনাপুর খুঁজি, তবে কি সে পথ হারিয়েছে বুঝি???
আমি পাইনি, আমি পাইনি তারে খুঁজিয়া দুনয়নে।

লালন খুঁজেছে মনের মানুষ, আমি সোনাপুর।
যেথায় আছে শান্তির নীড়, মানুষেতেই সুরাসুর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

সিগনেচার নসিব বলেছেন: দারুন কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.