![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।
বছরের শুরু । নতুন ক্লাস । খুব সম্ভবত তখন ক্লাস সেভেন এ উঠেছি । নতুন বই , হালকা শীতে ঢিলেঢালা ক্লাস চলছিল । এতে যোগ হলো সকালের পিটি । অনেক গুলো আলসে মেয়ে পিটির সময় মাঠে না গিয়ে ক্লাসে বসে ঠাকতো । টিচার রা টের পেয়ে গেলেন । এমনি তে টিচার রা পিটির প্রতি খুব একটা মনোযোগ না দিলেও কি যেন কারনে ক্লাসে লুকিয়ে ঠাকা ছাএীদের খুজে খুজে মাঠে নিয়ে আসতো পিটি করাতে । ফলে বাঢ্য হয়েই সবাই কে পিটি করতে হতো । আমার ক্লাসের কয়েকজন বলল তাদের ব্যাগ ঠেকে টাকা হারানো গেছে । আশ্চয লাগল এমন টা কখনও হয়নি । এরপর দিন আমার ব্যাগ ঠেকে মিমি চকলেট হাওয়া হয়ে গেল .....। তখন দশ টাকা দিয়ে একটা মিমি চকলেট বার পাওয়া যেত ...। আর দাদুর কাছ ঠেকে দশ টাকা গলাতে আমার পুরো দুই দিন লাগতো ....। নাহ আরতো সহ্য করা যাচছে না ...। কলি আর আকলিমা জানালো তাদেরও টাকা হারিয়েছে । এতো মহা মুছিবত ..। কোন একটা কিছু করতেই হবে ...। ক্লাস টিচার কে জানালাম ..। দিন কয়েক চুরি বন্ঢ হলো ..। তারপর যাহা লাউ তাহাই কদু ..। আমরা দু তিন জন গোপন প্লান করলাম । আমরা সবাই যখন পিটি করতে মাঠে যাই ঠিক তখনই ক্লাসে যে লুকিয়ে ঠাকে আসল কাজটা তারই ..। তাকে ঢরতে হলে আমাদের কাউকে ক্লাসের আশেপাশে ঠাকতে হবে ...। নেএী গোছের বলে দায়িত্বটা পডল আমার ঘাডে ,,,। তিনতলায় ক্লাসরুমের পাশে একটু খোলা জায়গা ছিল । সেখানেই আমি লুকিয়ে রইলাম । নিচের মাঠে পিটি শুরু হলো । ভয় পাচিছলাম যদি টিচার রা কেউ আসে কিনা ..। একটু পর রুমে চেক করতে গেলাম ,,,,,,। দেখি হ্যংলা লম্বা মতন একটা মেয়ে ব্যাগ এর পকেট চেক করছে । ভাবলাম হয়তো ওর নিজের ব্যাগ কিন্তু না সে আরও ব্যাগ চেক করতে লাগল । আমি বুঝে গেলাম ইনিই সেই,,,,,,,। একদম হাতেনাতে -------। তারপর ----চেপে ঢরতেই কেদে দিল । কাদতে কাদতে বলল , টিচার এর কাছে বিচার দিলে তারা আমাকে হোস্টেল ঠেকে বের করে দিবে । আমার মা নেই । ঘরে সৎমা । বাডিতে ঠিকমত খেতে দেয়না । আমাকে দিয়ে ঘরের কাজ করায় । একটু পডার সময়ও পাই না । একদিন প্লেট ভেংেগ ছেলাম বলে আমার নখের নিচে সুই ফুটিয়ে দিয়েসে । এরজন্য আব্বা আমাকে হস্টেলে দিয়েছে । সৎ মা তার নিজের ছোট মেয়েকে খুব আদর করে আমাকে দুই চোখে দেখতে পারেনা । আমি আর কোনদিন এই কাজ করব না .....। তার দুঃখের কাহিনী শুনে আমারই চোখে পানি চলে আসলো । আমার চকলেটের দুঃখ ভুলে গেলাম । আমিতো পুরাই বেকুব হয়ে গেলাম । এসেছিলাম চোর ঢরতে আর কি করা
। যাক তারপর সেই মেয়ের বিরুদ্ঢে নালিশ আর করা হলো না এই শতে যে সে আর কারো ব্যাগে হাত দিবেনা । তারপর কিভাবে যেন তার সংগে আমার খুব ভাব হয়ে গেল ...। হস্টেলে ভাল মন্দ খেতে পেত না বলে তাকে টিফিন কিনে খাওয়াতাম । বাসা হতে রান্না করা খাবার ওর জন্য স্কুলে নিয়ে যেতাম ...। খুব মায়া লাগতো ওর কস্টের কঠা শুনে ...। মাঝে মাঝে ওর মায়ের কতা মনে করে কাদত ... তখন আরও খারাপ লাগতো । অনেকদিন পর ------------- হঠাৎ একদিন মেয়েটির সাতে রাস্তায় দেখা ..। আমাকে জোর করে ওদের বাডিতে নিয়ে গেল । ওর মা আমাদের সংগে কতা বললেন । চা নাস্তা ও খেলাম । বাডিতে ফেরার পর আব্বাকে বললাম ( -----) বাবাকে চিনেন কিনা ? আব্বা বললেন ওদের সবাই কে খুব ভাল করেই চিনি । ওর মায়ের কতা জিগ্গেস করলাম । আব্বা যা বললেন, তাতে আমার মুখ হা হয়ে গেল --------।
মেয়েটার কোন সৎমা নেই । মা খুবই ভাল মানুষ । মহিলা অনেক পরিশ্রম করেন (হস্তশিল্প) । নকশীকাঠা, হাতের কাজের বেড শিট , টু পিস, পান্জাবী ইত্তাদি তৈরী করেন ...। মেয়েটা ছিল বদের হাড্ডি । এজন্য তাকে হস্টেলে রাখতো । তারমানে স্কুলে সে আমাকে যা যা বলতো সবই ছিল অভিনয় ।
আমি আরেকবার বেকুব হইলাম ।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১
নীল জোসনা বলেছেন: উপদেশ কাজে লাগানোর চেষ্ঠা চলছে......!!!!
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮
নীল ভোমরা বলেছেন:
সরি, আপনার পোস্ট নিয়ে কোন কমেন্ট না করে শুধু বিনে পয়সায় উপদেশ ঝেড়েই শেষ করে দিয়েছি!....নিতান্তই অভদ্রতা!
হুমম....মন্দ লাগেনি আপনার 'টুকরো গল্প'।
শুভকামনা!
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪
নীল জোসনা বলেছেন: জেনে ভালো লাগলো ,,,,,,,, । আপনার কমেন্ট পরবতী গল্প লেখার অনুপ্রেরণা যোগাবে ,,,,,। আর আপনার সামনে আমার এ গল্পতো নিশ্চয়ই ডাল ছাডা খিচুডী ।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২
নীল ভোমরা বলেছেন:
হা..হা.....ডাল ছাড়া খিচুরী! গুড কমেন্ট!
ভাল কথা!..আপনি কি আমার কোন পোস্ট পড়েছেন?...পড়ে থাকলে এখানেই কমেন্ট করতে পারনে.... আমি নিজ দায়িত্বে পড়ে নেব!.....
শুভ কামনা!
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫
নীল জোসনা বলেছেন: আপনার অনেকগুলো পোস্ট পডেছি,,,,,,। ভ্রমন বিষয়ক পোস্ট ও ছবি গুলো বেশি ভালো লেগেছে । পাজল গুলো মজার ....!!!! আপনার গল্প গুলো না পডলে নিজের লেখা সম্পকে এত ভালো মন্তব্য কিভাবে করলাম ? ---- আপনাকে ও শুভকামনা (উৎসাহ দেবার জন্য ) - (মন্তব্য করার জন্য ) !!!!!!
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৩
বেলা শেষে বলেছেন: but i like- good, beautiful....please write more
১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৭
নীল জোসনা বলেছেন: thank you .
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯
নীল ভোমরা বলেছেন:
সঠিক বানান লেখা কিভাবে নিশ্চিত করা যায়....আপাততঃ সেটাই প্রধান কাজ। ভুল বানানের লেখা পড়তে পাঠক বিরক্ত হতেই পারে! মাঝে মাঝে প্যারা দিয়ে লিখলে পাঠকের চোখ অতিরিক্ত চাপ থেকে রক্ষা পাবে....সুখপাঠ্যও হবে বৈকি!
তবে প্রথম কাজ, অর্থাৎ পোস্ট দেয়া অব্যাহত রাখতে হবে নিয়মিতভাবে।
বিনে পয়সার উপদেশ..!!!.......