নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই ও জানাতে চাই

নীল জোসনা

তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।

নীল জোসনা › বিস্তারিত পোস্টঃ

# # # অন্যরকম ভ্রমন কাহিনী # # #

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

কতো বার যে কক্সবাজার যাবার প্লান করা হলো । কোনো না কোনো ভাবেই যাওয়াটা ক্যানসেল হয়ে যায় । কাজের ব্যস্ততা , বাচ্চার জ্বর নয়তো ঠান্ডা , রিলেটিভ কারো অনুষ্ঠান , এই সমস্যা, নয়তো ঐ সমস্যা । সবাইকে একএে নিয়ে আমার কক্সবাজার যাওয়া আর হোলো না .....। কিভাবে যেন সবকিছু ম্যানেজ হয়ে গেল । আব্বা আম্মা আর আন্নী ঢাকায় চলে এল । নদী রাজু তো ব্যাগ গুছি্যেই রেখেছে । আমরাও পাক্কা রেডি । অনেক কস্টে বাসের টিকিট কাটা হলো । সব মিলিয়ে বারো জন আর দুটো পিচ্চি । অবশেষে ডিসেম্বরের শেষের দিকে আমরা কক্সবাজার যাচ্ছি ,,। রাতের বাস সবাই গল্প করতে করতে ঢুলু ঢুলু চোখে , কিছুটা ঘুমিয়ে, কিছুটা না ঘুমিয়ে যখন কক্সবাজার পৌছালাম তখন বেলা দশটা বাজে । নাস্তা সেরে বীচের কাছাকাছি হোটেল খুজতে গিয়ে সবাই পডল মহা ফ্যাসাদে -----------। বেশিরভাগ হোটেল এর রুম সব বুকিং করা,,,,,,,, যাও পাওয়া যায় তাও আবার বডজোর দুই রুম । মহা ঝামেলা করে পছন্দমত হোটেল পাওয়া গেল কিন্তু বীচ ঠেকে একটু দুরে '''''''''' হোটেল এ এসে মনটা ভালো হয়ে গেল কারন চারতলার চারটা রুম আর দুটো বারান্দা ইয়া বড বড । এই ফ্লোরে খালি আমরাই । বেশ খোলামেলা । দুপুরে হোটেলে খেয়ে এসে রুমে সবাই বলাবলি করছি এখন বীচে যাব নাকি ঘুম দেব এমন সময় আমার পেটুক ভাই টা বলে উঠল---- হোটেল এর খাবারে নাকি ওর পেট ভরে নাই । আমরা তো অবাক,,,,,, বলে কি- সবজি ভাজি, সরষে ইলিশ, দুটো রুপচান্দা , ডাল , দু প্লেট ভাত এর পর এক প্লেট বিরিয়ানী --- খাবার পর যদি বলে পেট খালি । আমি জানতাম - এরকমই হবে । অভয় দিয়ে বললাম এদিকে আশেপাশে বাজার আছে কি ? ---------------------------------------- আমি আমার জাদুর বাক্স ( ট্রাভেল ব্যাগ ) খুললাম । প্লেট , গ্লাস , হাডি , পাতিল , কডাই , চামচ , ছুরি , চপিং বোর্ড এমন কি একটা ছোট বটি । আব্বা আম্মা হাসবেন নাকি কাদবেন বুঝতে পারছিলেন না ----। আসলে রাজু আমাকে রিকোয়েস্ট করেছিল যে, ব্যাগে করে একটা ফ্রাইপ্যান আর কিছু মশলা নেয়ার জন্য । কক্সবাজারে খুব ভালো লবস্টার আর বড বড রুপচান্দা অল্প দামে পাওয়া যায় । হোটেলে গ্যাস এর চুলা রয়েছে । টাটকা মাছের ফ্রাই খাওয়াটা কি আর মিস করা যায় !!!!!! আমিও তার পাল্লায় পডে হাডি পাতিল গুছিয়ে রেডি । আসলে সবাই ভাবতেই পারেনি আমি ব্যাগে করে এত কিছু নিয়ে এসেছি । যাই হোক , বীচে ঘোরা বাদ দিয়ে সবাই গেল বাজার করতে । টাটকা চিংডি , ইলিশ আর রুপচান্দা খেতে পেয়ে সবাই মহা খুশি । পরদিন লাবনি পয়েন্টে সবাই হুডোহুডি করে পানিতে নামা , বালিতে খেলা, ঝাউ বনে ফটোসেশন , বার্মিজ মার্কেটে শপিং , ঝিনুকের শোপিস,মালা, ক্লিপ কেনা, রাস্তার পাশের ভাজা পোডা, হরেক রকম আচার কেনা , যেটা দরকার নাই সেটাও কিনে ফেলা । (এটা মেয়ে মানুষের একটা আজব রোগ বলা যায় ) । কোনো জিনিস চোখে ভালো লেগেছে ব্যাস। সকাল সকাল রিক্সা করে গেলাম ফিসারি ঘাট । নাম না জানা কত রকমের মাছ ।আমার ভাই টার চোখ চকচক করে উঠল । ইলিশ, রুপচান্দা তো কিনল আরও কিনল বড বড কালি চান্দা , ম্যাকারেল মাছ। পিকনিক মুডে আমরা কাটালাম কয়েকটাদিন । এবার ফেরার পালা । ঠিক যতটা মজা করতে করতে আমরা গিয়েছি ঠিক ততটা মজা করতে করতে ফিরেছি । এর পরও নিশ্চয়ই আবার কক্সবাজার যাওয়া হবে কিন্তু এমন মজা মনে হয় আর হবে না ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

নীল ভোমরা বলেছেন:
বাহ!...অনেক ইমপ্রূভ হয়েছে দেখছি...ভাল পোস্ট!....আবার ছবিও দিয়েছেন ...গুড!

হ্যাপি ব্লগিং!.......ব্লগিং-এর আনন্দ নেওয়াটাই আসল! কিপ গোয়িং.......শুভকামনা!

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

নীল জোসনা বলেছেন: ছবি দেবার পর গল্প ও রেসিপি যেন প্রান ফিরে পেয়েছে ....। আমার এমনটাই মনে হয়....। হয়তো ভালো ভাবে গুছিয়ে লিখতে পারিনি তবে খুব শিগগিরই পেরে যাব....। আপনার শুভকামনা আনন্দের সাতে গ্রহন করলাম ........।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

নীল ভোমরা বলেছেন:
আপনার পোস্টে আমার কমেন্ট ছাড়া আর কাউরো কমেন্ট নাই!..... প্রথম পাতায় লেখা না আসা পর্যন্ত অনেকের ক্ষেত্রেই এটা স্বভাবিক ঘটনা!...... তবে অনেকেই আবার খুব কম সময়েই প্রথম পাতায় সুযোগ পেয়ে গেছেন। এর জন্য কি কি ক্রাইটেরিয়া লাগে...মডুরা'ই ভাল বলতে পারবেন। তবে আপনার খুব শীঘ্রই প্রথম পাতায় সুযোগ পাওয়া উচিত!...... ঘন ঘন ভাল ভাল পোস্ট দিতে থাকেন..... মডুরা নিশ্চয়ই আপনার স্ট্যাটাস আপগ্রেড করবেন। শুভ কামনা!

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

নীল জোসনা বলেছেন: অন্তত একজন হলেও উৎসাহ দিচ্ছেন , এটাই বা কম কিসে.......।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

নীল ভোমরা বলেছেন: কবে গেছিলেন কক্সবাজার?!‍...এ'ছর পুরো ডিসেম্বর জুড়েই-তো ছিল হরতাল অবরোধ?!

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

নীল জোসনা বলেছেন: তিন বছর আগে গিয়েছিলাম কক্সবাজার.....। এবছরের ডিসেম্বরের ছুটি তো পুরাই বরবাদ....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.