![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।
ঘটনা এক - সকাল বেলা এমনিতেই কাজের ঝামেলা বেশি তার উপর দুপুরে বাসায় মেহমান আসবে । তাডাতাডি রান্না বসাতে হবে । দম ফেলার অবসর নাই । এমন সময় ফোনটা বেজে উঠল ....। রিসিভ করতেই এক লোক নিজেকে গ্রামীন ফোন কাষ্টমার কেয়ার , বোনাস সার্ভিস , বসুন্ঢরা শাখার কর্মী বলে পরিচয় দিল । তার নাম বলল - তরিকুল ইসলাম । বলছেন - স্যার , এটা কি আপনার নাম্বার ? আমি - জ্বি , এটা আমার নাম্বার ............। তরিকুল - স্যার , নাম্বারটা আপনি কতদিন যাবত ব্যাবহার করছেন /?................... আমি - তিন বছর ........। ..............। তরিকুল - স্যার , এই তিন বছরে গ্রামীন ফোন অফিস হতে কি কোন বোনাস পেয়েছেন ?................... আমি - না পাইনি । আর আমি স্যার নই ম্যাডাম । ( আমার গলার স্বর এত খারাপ জানা ছিল না )...................। তরিকুল - ও আচ্ছা ম্যাম , আপনার জন্য একটা সুখবর আছে ।.................। আমি - জ্বি , বলেন কি সুখবর !!!!!!!!!!!!!!!!...................... .তরিকুল - গ্রামীন ফোন এ আপনার মতো এরকম আরো তিন লাখ গ্রাহকের মঢ্যে লটারি হয়েছে ....।। এর মঢ্যে আপনার এই নাম্বার টা প্রঠম হয়েছে । আপনি একটা জাপানি টয়োটা গাডি জিতেছেন .......। যার বর্তমান বাজার মুল্য বাইশ লাখ টাকা .................।!!!!!!!! আমি - ঢোক গিলছি !!!!! তার পর ।.................. তরিকুল - ম্যাডাম আপনি বাডিতে বসেই আপনার গাডি পেতে পারেন এজন্য আপনাকে কিছু কাজ করতে হবে । আমি যে নাম্বার টা দিয়ে ফোন দিয়েছি সেই নাম্বারে আপনি এখনই একটা ফোন দিবেন । তখন আপনাকে সব ইনর্ফমেশন দেয়া হবে .........................। আমি - মনে মনে বলছি ,(বাইশ লাখ টাকার গাডি দিবা আর বাইশ টাকার ইনর্ফমেশন দিতে কল ব্যাক করতে বলতাছ ) । কেন , গ্রামীন ফোনের যে কোন কাস্টমার কেয়ারে ফোন দিলে হবে না ? ......................। তরিকুল - না , এটা তো বোনাস সেকশন ........................ আমি - কাস্টমার কেয়ারে বিদ্যুত বিল , গ্যাস বিল , মোবাইল বিল জমা দেয়া যায় ।গ্রামীন ফোন সম্পর্কিত সব কিছুই জানা যায় তাহলে আপনাদের বোনাস সেকশনের খবর জানা যাবেনা কেন ?..................... তরিকুল - আসলে ম্যাম , আপনি যখন এই নাম্বারে কল দিবেন তখন অটোমেটিক্যালি আপনার নাম্বারটা আমাদের অফিসের সার্ভারে সেভ হয়ে যাবে । তারপরই আপনাকে জানানো হবে আপনি কিভাবে গাডিটা পাবেন । আর হ্যা - গাডি জিতেছেন এই কথা কাউকে বলবেন না । ........................।। আমি - ও আচ্ছা , বুঝলাম , দেখেন ভাইয়া , বাইশ লাখ টাকার গাডি তো নিশ্চয়ই প্রতিদিন কম করে হলেও বাইশ শত টাকার তেল খাবে । এত টাকা তো আমি খরচ করতে পারবো না । তারচেয়ে ভালো হয় গাডিটা আপনিই রেখে দেন । আমি আপনাকে দিয়ে দিলাম .............................। X........। তরিকুল মনে হয় রেগে গেল - বলল - তাইলে আপনে বাডিতে বসে বসে এক বাটি মুডি খান । ---------------------------------------------------। আমিতো হাসতে হাসতে শ্যাষ -----------------------------।
২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
নীল জোসনা বলেছেন: আপনাকে ব্লগে স্বাগতম ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৩
গোলক ধাঁধা বলেছেন: হা হা হা বেশ মজা পেলাম