নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই ও জানাতে চাই

নীল জোসনা

তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।

নীল জোসনা › বিস্তারিত পোস্টঃ

# # ফলি মাছের কোপ্তা # # #

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬

এক্সর্পাট দের জন্য । ব্লগে যারা ভাত ডাল এর রেসিপি চান তাদের খালি ছবি দেখেই মন ভরতে হবে । B-) B-) B-) মাছটা দেখতে অনেকটা চিতল মাছের মতো কিন্তু আকারে ছোট । ছোট ছোট রুপালী আশ দিয়ে পুরো শরীর ঢাকা । মাছের আশ ও পাখনা পরিস্কার করে শিল পাটায় ছেচতে হবে । এমন ভাবে কাজটা করতে হবে যেন মাছের কাটা ও মাংস বেরিয়ে আসবে কিন্তু চামডাটা ছিডবেনা । এই মাছের চামডা বেশ শক্ত। এবার মাছের সংগে মশলা যা যা লাগবে , পেয়াজ , রসুন , আদা , মরিচ , হলুদ , ভাজা জিরা , গরম মশলা , গোল মরিচ , কাচা মরিচ , লবন । সব মশলা একসংগে বেটে মাছে মিশিয়ে আবার চামডায় ভরে মাছের আকারে বানাতে হবে । কিভাবে --------- দেখাচ্ছি ...। এবার মাছটাকে মাঝারি আচে তেলে ভাজতে হবে । একেক পিঠে পাচ মিনিট করে । এভাবে ভাজার পর মাছ টা পিস পিস করে আবার পাচ মিনিট করে ভেজে নিলেই সুখাদ্য টা তৈরি হবে । স্পেশাল কাউকে পরিবেশন করতে চাইলে আস্ত মাছটাই সাজিয়ে দেয়া যায় । সেজন্য অল্প আচে সময়... নিয়ে ভাজতে হবে । যারা এটা খেয়েছেন তারাই যানেন এটার কি স্বাদ !!!!!!!!!!!!! আর যারা খাননি তারা একটু কস্ট করে বানিয়ে নিন । রেসিপি তো দিয়েই দিলাম ......।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

নীল ভোমরা বলেছেন: ''চিতল মাছের বাচ্চা বা ছোট সাইজের চিতল মাছ কে ফলি মাছ বলে ।''..... তথ্যটি সঠিক নয়! একই জাতীভূক্ত দুইটি ভিন্ন প্রজাতীর মাছ। ফলি মাছ চিতলের সাইজ হবেনা কখনওই...... যদিও ফলি মাছকে চিতলের বাচ্চা বলে ভ্রম হতে পারে অনেকের।

ফলি বা চিতল মাছ বেটে কাঁটা ছাড়িয়ে প্রয়োজনীয় মসলা যোগ করে মাছের ভর্তা মত বানিয়ে তারপর ছোট ছোট বলের আকারে ভেজে নিলেও কোপ্তা হবে.... তাতে স্বাদ কিছুমাত্র খারাপ হবেনা আশা করি।

শুভকামনা!

২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

নীল জোসনা বলেছেন: ফলি মাছ সম্পকে এতদিন তাহলে ভুল জানতাম !!!!!!!!! ( এই জন্যই প্রাইমারী লেভেলের ব্রেন নিয়ে কিছু লিখতে দুশ্চিন্তা হয় )। ---------------- আর মাছ বেটে বলের আকারে কোপ্তা বানালে চুলা হতে নামানোর দু মিনিট পরেই চুপসে যায়...। আস্ত মাছ টা পরিবেশন করার ভাবই আলাদা !!!!!!!!!!!!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

এহসান সাবির বলেছেন: বেশ....!!
বাসায় বলতে হবে.....!!

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৪০

নীল জোসনা বলেছেন: বেশ......।

খেয়ে জানাবেন কিন্তু ।

৩| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৬

বৃষ্টিধারা বলেছেন: দেখি বানানো যায় নাকি..... :(

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:৪২

নীল জোসনা বলেছেন: অবশ্যই বানান .....মন ভালো হয়ে যাবে ।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১

চটপট ক বলেছেন: ট্রাই করে দেখতে হবে :)

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৮

নীল জোসনা বলেছেন: আমাদেরকেও জানায়েন আপনার ট্রাই কেমন হলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.