নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের

উইবি টেকনোলজি'তে উদ্যোক্তা

ronidhbd

প্রযুক্তি উদ্যোক্তা

ronidhbd › বিস্তারিত পোস্টঃ

এক আইডিয়া নিয়ে কতজন কামড়াকামড়ি করবেন? নতুন কিছু করুন, অন্যকেও করতে দিন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

বগুড়ার দই নিয়ে আমরা একটা ই-কমার্স ব্যাবসা চালু করেছি গত বছর। বগুড়ারদই.কম - http://www.bogurardoi.com/ | ফেসবুক পাতা - https://www.facebook.com/BogurarDoi | ঢাকায় নিজেদের ছোট একটা অফিসও আছে শুরু থেকেই। অফিস আছে চট্টগ্রামেও। হোম ডেলিভারি সেবা চালু আছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটিতে। বগুড়ার শেরপুর এ আছে নিজস্ব প্রক্রিয়ায় দই উৎপাদন কারখানা। আর একটু খোলাশা করে বলি, বগুড়ার হাতে গোনা কয়েকটা জনপ্রিয় ব্র্যান্ড এর মধ্য থেকে ভালো একটা দই কারখানার কারিগরি সক্ষমতা ব্যাবহার করে আমরা নিজেরা একটা উৎপাদন প্রক্রিয়া সেট আপ দিয়েছি। অর্থাৎ ঐ কারখানার লোকাল দই আর আমাদের "বগুড়ারদই.কম " এর দই এর মধ্যে মানগত পার্থক্য নিয়ে এসেছি। কারন আমরা উদ্যোগটা শুরুর আগে দীর্ঘদিন এটা নিয়ে রিসার্চ করেছি এবং এখনো প্রতিনিয়ত এটা নিয়ে রিসার্চ চালিয়ে যাচ্ছি এর মান উত্তোরোত্তর বৃদ্ধি করার জন্য এবং আলহামদুলিল্লাহ্, কাস্টমার ফিডব্যাক অনুযায়ী আমরা তাতে ভালই সফল। বগুড়ার দই এর ঐতিহ্য, ইতিহাস ও সে অনুযায়ী স্বাদ ঠিক রেখে সেটা দেশের অন্য যায়গায় কাস্টমারের আকাঙ্খা অনুযায়ী সরবরাহ করে ব্যাবসা করা, আপনারা যারা ভাবছেন চাইলেই আপনিও শুরু করতে পারেন তাদের ধারনার মতো এতোটা ডালভাত না। অনেক অনেক চ্যালেন্জ আছে।

একটু ধারনা দেই -

১। বগুড়ার দই এর ঐতিহ্য, ইতিহাস ও সে অনুযায়ী স্বাদ ঠিক রেখে দই বানানো

২। সময়মতো দুই/তিনশ কি.মি. পরিবহন করে সঠিক প্রক্রিয়ায় স্টোরেজ করা (অবশ্যই ফ্রিজিং ব্যাবস্থাসহ)

৩। তারপর কাস্টমারের বাসায় সময়মত পৌছে দেওয়া

৪। মান সম্মতভাবে প্যাকিং করা

৫। কাস্টমার সার্ভিস দেওয়া (অভিযোগ, দর-দাম ইত্যাদি)

৬। নিজেদের ডেলিভারি সিস্টেম সচল রাখা (ডেলিভারিম্যান, পরিবহন ইত্যাদি)

৭। পেমেন্ট সিস্টেম সেট আপ করা (ব্যাংক, মোবাইল গেটওয়ে, ক্যাশ)

৮। সকল বৈধ কাগজপত্র প্রস্তুত রাখা (ট্রেড লাইসেন্স, টিন, ব্যাংক হিসাব, বিসএসটিআই অনুমোদন ইত্যাদি)

৯। ই-কমার্স সাইট তৈরি করা ও সেটা মেইনটেইন করা



আরো অনেক অনেক ব্যাপার আছে। তারপর লাভ হচ্ছে কিনা সেটা হিসেব করা। কিন্তু কিছুদিন থেকে বিভিন্ন ব্লগ, ফেসবুকসহ সোস্যাল মিডিয়াগুলোতে লক্ষ্য করছি বেশ কিছু বগুড়ার দই এর ব্যাবসা প্রতিষ্ঠান এর খবর। এমনকি সামহোয়ারইন এ "দই নিবেন দই বগুড়ার দই" শিরোনামে একটা লেখাতে হুবহু আমাদের ওয়েবসাইটের http://www.bogurardoi.com/about.php এই পাতা থেকে লেখা কপি করে একটা পোস্টিং দিয়েছে কেউ একজন। আরে ভাই, লেখাটাও কপি করতে হবে কেন? তারমানে আমাদের দেখে আপনার মাথায় আসলো যে বগুড়ার দই বিক্রি শুরু করবেন? ব্যাপারটা আপনার ধারনার মতো এতোটা অ্যামেচার না। ব্যাবসা করতে ঘিলু লাগে ঘিলু, কপি পেস্ট দিয়ে আর যাইহোক, ব্যাবসা জগতে টিকতে পারবেন না।



তাহলে আপনাদের মতো কপিবাজদেরকে আর একটু খেপিয়ে দেই, আমরা কিন্তু সুদূর আমেরিকায় দই পাঠাচ্ছি। পারলে চেষ্টা করেন। যতসব কপিপেস্ট এর দল।



এক নজরে বগুড়ারদই.কম

হটলাইন - ০১৯১৭১৬৪৬৭৩ | কাস্টমার সার্ভিস - ০১৭১২১৯৪১৬০

ইমেইল - [email protected]

অনলাইন অর্ডার: http://www.bogurardoi.com/

ফেসবুকে আমরা: https://www.facebook.com/BogurarDoi

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

নিকষ বলেছেন: ফুড ভিলেজের দই খাইতে খাইতে লেখাখানি পড়িলাম। দই ভাল জিনিষ। বেচেন।

আপনার ওয়েববুকমার্কড কইরা রাখলাম। প্রাইসিং, ডেলিভারী ডিটেইলস, টার্ম কন্ডিশন এডিও দিয়েন, ওয়েবসাইটে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

ronidhbd বলেছেন: ধন্যবাদ। আমাদের কাছ থেকেও একটু স্বাদ নিবেন আশা রাখি। অন্তত আমাদের কথা ও সার্ভিস এর মান পরীক্ষা করার জন্য হলেও। ফুড ভিলেজ এর দইও ভালো।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

ধরো মারো কাটো বলেছেন: বাজারে যারা ভালো পণ্য নিয়ে আসবে তারাই টিকে থাকবে তাই দুশ্চিন্তা করার কারণ নেই। মান বজায় রেখে দই নিয়ে এগিয়ে যান আরো সুদূর পথ। শুভ কামনা রইলো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

ronidhbd বলেছেন: ধন্যবাদ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

নিকষ বলেছেন: মাপ কইরা দিয়েন ভাই, সাইটা ঘাইটা দেখলাম প্রাইস টাইস দেয়া দেয়া, ঢাকাতে ফ্রি ডেলিভারীও। http://www.bogurardoi.com/packages.php


ইনশাল্লাহ, টেস্ট হইবে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮

ronidhbd বলেছেন: জ্বি, ফ্রি ডেলিভারি। ইনশাআল্লাহ্, আপনাকে টেস্ট করাবো। ধন্যবাদ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ভাই, অর্ডার দিলাম, আশা করি আপনাদের নিয়মিত কাস্টমার হওয়ার মত মানসম্পন্ন জিনিস পাব।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

ronidhbd বলেছেন: বস, আপনি তো ঠিকানা দেননি। ব্যাপার না। ফোন করে জেনে নিবো। শনিবারেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ্। সমস্যা থাকলে জানায়েন। ধন্যবাদ।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০

বশর সিদ্দিকী বলেছেন: চালায়া যান। এর পারলে নিজেরে নিজে কপি করে। দই তো বহুত দুর কি বাত হে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪

ronidhbd বলেছেন: হা হা হা... ভালই বলেছেন। কিন্তু আপছোস হয় এদের জন্য। করবে অসুবিধা নেই। কিন্তু যেই সেবা দিতে পারবে না তা করতে যাওয়ার মানে কি? ই-কমার্সটাকে এদেশে বাজে ভাবে উপস্থাপন করছে এরা। ধন্যবাদ।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

বাংলার তৌহিদ বলেছেন: ভাই আগে একটু ফ্রিতে দেন খেয়ে দেখি কেমন হয় তার পর কিনমু।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬

ronidhbd বলেছেন: অবশ্যই, কোথায় আছেন? ধন্যবাদ।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: বিন্দু মাত্র ভেজালের কাছে যাবেন না আশা করি। নামধাম হয়ে গেলেই সবাই ভেজালে চলে যায়। যা খুবই দুঃখজনক।

আমি এক সময়ে মধুবনের দই খেতাম, ভাল লাগত। এখন দাম বেড়েছে দ্বিগুন, মুখে দিলে মনে লাগে আগুন।

পিঠাইয়া মাইর‍্যা ফালাইতে ইচ্ছা হয়। এমন ব্রিশ্রী টেষ্ট এবং পানির বা বরফের কুঁচি!

বগুড়ার দই খেয়েছি। এক বন্ধু বগুড়া থেকে এনে দিয়েছিল। ভাল লেগেছিল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

ronidhbd বলেছেন: আমাদেরটা একটু টেস্ট করবেন আশা রাখি। ভালো মানের প্রতিশ্রুতি দিলাম। অভিযোগ থাকলে ক্যাশ ব্যাক পলিসিতে টাকা ফেরত দেই আমরা। আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৬

নিশি মানব বলেছেন: একদিন খেয়ে দেখতে হবে ভাই...

৯| ০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৬

শায়মা বলেছেন: বগুড়ার দই মজা কিন্তু বগুড়ার খীরসাও অনেক মজা । কাজেই দই এর সাথে সাথে খীরসা রাখলেও ভালো হবে ।

১০| ০২ রা মে, ২০১৫ বিকাল ৩:৫২

পাগশ্রাবনের মেঘ বলেছেন: ভাই ত দই ব্যবসা বিশেষজ্ঞ। তা আপনার দোকানে ‍একটু ঘিলু (যা আপনার ভাষায় ব্যবসার জন্য প্রয়োজন) পাওয়া যাবে। অ‍ার কত টাকা কেজি তাও বলবেন। অামি ‍একটু দই বেচতে চাই। আর ভাই আর ‍একটা জিনিস আপনার নামের শেষে তো ঘোষ লেখা নেই। তার মানে বাপ,দাদা কেউ দই বানাতো বলে মনে হয় না। ‍অন্যর পেশা দেখে নিজে সেই পেশা গ্রহন করা ‍এটা কে কি বলে ভাই দয়া করে জানাবেন। আর দেশে আপনি ‍একাই দই বেচতে পারবেন ‍এই সার্টিফিকেটাও পারলে পোষ্ট কইরেন।


www.facebook.com/BograMethay

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.