নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা একদিন ভীষণ আহত ছিল; যেন গভীর কোনো জঙ্গলে ডানা ভাঙ্গাআহত পাখিটির মতো; শাদা বকটির মতো! যেন সমুদ্রের পাড়ে পড়েথাকা আহত মাছটির মতো! প্রবল বর্ষণে উদ্ভ্রান্ত পাখির মতো;তার নীড়ের মতো

রনন

সুমন আহমেদ

রনন › বিস্তারিত পোস্টঃ

তুমি উদ্ধত হলে অধিকতর সুন্দর লাগে

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনী জুড়ে

কেমন আড়ষ্টতা আজ প্রিয় বলপেন!

তোমাকে দেখি না আঙ্গুলের অগ্রভাগে

বিস্ফোরিত আর উদ্ধত ভঙ্গিমায়!



শৈশবের তিন টাকায় কেনা ইকোনো বলপেন

যে তুমি অক্ষরে অক্ষরে ভরে দিতে নিউজ প্রিন্টের পাতা,

দুর্দান্ত কাঁপিয়ে দিতে প্রিয় শিক্ষকের বুক; আর

গোটা গোটা ভুল বর্ণমালায় প্রিয়তমার হৃদয় সংবিধান

সে তুমি বড় আড়ষ্ট আজ, ভীষণ নির্জীব!



বরং তুমি উদ্ধত হলে মাটির চিত্রকল্পে

জন্ম নেয় সবুজ স্বপ্নের বীজ।

তুমি উদ্ধত হলে পাড়ায় পাড়ায়

ঘুমন্ত কফিন হতে বেরিয়ে পড়ে মানুষের পা।

তুমি উদ্ধত হলে শাসকের অবনত মস্তকে

আরও গাঢ়তা পায় পতাকার লাল।



হে বলপেন!

মানুষের কান্না আজ ভীষণ লেপ্টে আছে

তোমার কালিতে; তুমি উগড়ে দিলেই বরং

অধিকতর সুন্দর লাগে স্বদেশের মুখ

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার কবিতা। +।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

রনন বলেছেন: আন্তরিক শুভেচ্ছা রইল। শুভ কামনা।

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: হে বলপেন!
মানুষের কান্না আজ ভীষণ লেপ্টে আছে
তোমার কালিতে; তুমি উগড়ে দিলেই বরং
অধিকতর সুন্দর লাগে স্বদেশের মুখ ।

চমৎকার

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

রনন বলেছেন: ভাল লেগেছে জেনে কৃতজ্ঞতা রইল। শুভেচ্ছা।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২১

প্রাকৃত বলেছেন: কোথায় হারালেন কবি?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

রনন বলেছেন: হঠাত আজ ব্লগে ঢুকে আপনার মন্তব্য দেখে বেশ অবাক হলাম মনে রেখেছেন দেখে। কৃতজ্ঞতা জানাচ্ছি।
হারিয়ে গেছি ঠিক তা নয় তবে, এখানে টুকটাক লিখি।
http://www.boithablog.com/archives/author/sumon_ahmed
ভালো থাকবেন। শুভেচ্ছা।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৯

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬

রনন বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানাবো এজন্য যে, পুরানো লেখা খুঁজে পাঠ করেছেন। ভালো থাকুন প্রতিদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.