নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

মদুরে হৃদয় চক্ষু খোলো

২১ শে জুন, ২০১৩ রাত ১২:৪৭

শরাবের নেশায় বিভোর ও মদুরে হৃদয় চক্ষু খোলো

পবিত্র এই জুম্মাহ রাতে

শরাবের ওই পেয়ালাতে

কেমন করে চুমুক দিবে বলো?

ও মদুরে হৃদয় চক্ষু খোলো....।।



খোদার ভয় একটু করো

জীবন মিছা মৃত্যু বড়ো

শয়তানের ধোকা ছেড়ে খোদার পথে চলো।।

ও মদুরে হৃদয় চক্ষু খোলো....।।



আশরাফুল নামের ভূমি

মাখলুকাতের বড় তুমি

পায় কি শোভা এ ঘৃন্য কাজে তুমিই না হয় বলো?

ও মদুরে হৃদয় চক্ষু খোলো....।।



নূরের ফেরেস্তা শতশত

আসমানের নিচে যতো

পবিত্র এই নিশিত রাতে করে কোলাহল

ও মদুরে হৃদয় চক্ষু খোলো....।।



শরাবের রঙ পেয়ালায়

দেহ-মন-হৃদয় জ্বালায়

ওই অনলে হৃদয় তলে কেনো অগ্নিশিখা জ্বালো?

ও মদুরে হৃদয় চক্ষু খোলো....।।



প্রবাসের অবসরে যারা পবিত্র জুম্মাহ রাতকে মদের আড্ডার একটি রাত বানিয়ে নিয়েছে আমার এই কবিতাটি তাদের উদ্দেশ্য একটি হুশ ফিরানোর ডাক সরূপ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ১:২২

খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++

২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:১২

বংশী নদীর পাড়ে বলেছেন: আপনার জন্যও রইলো অনেকগুলো ++++++++++++++++

২| ২১ শে জুন, ২০১৩ রাত ১:২৫

বোকামন বলেছেন:
যাযাক আল্লাহু খাইরাণ
আস সালামু আলাইকুম

২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৩

বংশী নদীর পাড়ে বলেছেন: ওয়ালাইকুম আসসালাম........ওয়া রহমতুল্লাহ..........।

৩| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১:১০

প্রিয়ভাষিণী বলেছেন: খুবই দুঃখজনক :(

মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়াত করুন।

২১ শে জুন, ২০১৩ দুপুর ২:০৭

বংশী নদীর পাড়ে বলেছেন: আল্লাহ বলেছেন---" আমি যাকে ইচ্ছা হেদায়াত দান করি..." সুতরাং আল্লাহর কাছে এটাই ফরিয়াদ- আল্লাহ তুমি বিপথগামী মানুষগুলোকে সত্য পথের সন্ধান দেখাও।

৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৭

মুহামমদল হািবব বলেছেন: এক কথায় চমৎকার।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

বংশী নদীর পাড়ে বলেছেন: নফস চায় সওয়ার হতে
ষড় রিপুর ঘোড়ায়

মানুষকে মানুষ হতে
মরদুদ রাজি নয় ।।

কথাটির ব্যাখ্যা হলো- মানুষ তার ইচ্ছার ঘোড়ায় সওয়ার হবে এটাই স্বাভাবিক আর এটা স্বয়ং খোদা প্রদত্ত ইচ্ছা। কিন্তু মানুষের ওটা কাম্য হওয়া উচিত নয়। কারন, মানুষ এ দুনিয়াতে একটি পরীক্ষায় অংশগ্রহন করতে এসেছে। তবে এই পরীক্ষার হলটা ভিন্ন রকম। এখানে মানুষ নিজেই পরীক্ষক, নিজেই পরীক্ষার্থী, নিজেই পরিদর্শক, নিজেই বিচারক। মানুষকে দেয়া হয়েছে ভাল মন্দ বিচারের ক্ষমত। এখন তার ইচ্ছা কোন দিকে সে পা বাড়াবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.