নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

ভক্তের প্রতি গুরুবাক্য

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৯

ভক্তের প্রতি গুরুবাক্য

------ ফারুক হোসেন



তুই যদি জান্তি

এই প্রাণে আছে কি

প্রেম দিয়া প্রেম নিয়া

প্রেম সুতায় বান্তি।



প্রেম কি সহজ কথা

চোখের ভাষায় লাগে ব্যথা

আবার মুখ দিয়ে কয়না কথা

ভাষা অন্তরে বুঝায়।



দমে দমে হরদম

তোর কথা কয় মন

তুই যদি বুঝতি

তাড়াতাড়ি খুঁজতি।



না দিয়া মনে ব্যথা

হাসি মুখে কৈতি কথা।



এক লুকমা খানায়

তোর কথা জানায়

পাই যদি সুখ-দুখ

তুই নাই কাঁদে বুক।



ডায়নে কি বায় রে

তুই ছাড়া নাই রে

রক্তের ধমনিতে

তুই তুই জিকিরেতে

পা থেকে মাথার তালু

তুই আমার জ্ঞানের আলো।



তুই খোদা তুই পূজা

তুই ছাড়া নাই দু'জা

তুই এসে

মোর কেশে

প্রেম জটা বাঁধলি,

আন্তরের অন্তরে

তুই এসে বসলি।



মোর চোখে তুই ছাড়া

আধার যে লক্ষ তারা।



হৃদয়ে দুঃখ

ভেঙ্গে যায় বক্ষ

ওইখানে নাই তুই

খোল না চক্ষু।



তুই যদি বুঝতি

আমাকেই খুজতি

সদায় প্রাণে হাসতি

সদালাপে মজতি।



থাকতি না চুপ হয়ে

আমার কটু কথা শুনে

আমার কথা তিক্ত

কেমন তুই ভক্ত

ভালবাসা শিখলিনা

মনের মানুষ চিনলিনা

সময় চারি দন্ড

বিপথে হবি ভন্ড।



সময় থাকতে হুশ

মনের ভিতর পোষ

যে তোর প্রাণে মানুষ

তারে আগে খুজ।



খোদা রে ভাই জোদা না

কাছে মানুষ দুরে না

নত মনে

তাহার সনে

প্রেম সাধনে বসলিনা।



দিনে রাতে কয় বেলা

গুরুর কথা কয় চেলা

দুই নয়নে

তাহার সনে

হৃদ মাজারে বসাও মেলা।



ওরে আমার ভক্ত

তোর হৃদয় কেনো শক্ত

ডাক তারে প্রাণ খোলে

যন্ত্রনা যাবে ভুলে

খেলাফতের চাবি লয়ে

গুরু আছে পণ্থ চেয়ে

ওরে বোকা মন

আর বোঝাবো কেমন

সময় গেলে হবেনা সাধন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:১৯

বংশী নদীর পাড়ে বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ......

২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:২৮

সোহাগ সকাল বলেছেন: বাহ! সুন্দর লিখেছেন!

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৩

বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ ভাই ভাল লাগার জন্য। স্বীয় গুরু/শিক্ষক/পিতামাতার প্রতি এমন আচরন করাই যে লক্ষ্যে পৌছানোর এক মাত্র উপায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.