নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

গুচ্ছ কবিতা

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৫২

ফারুক হোসেনের গুচ্ছ কবিতা।



(১)

আদবে আল্লা মিলে

বেয়াদবে শয়তান

খাঁটি মনে শ্রদ্ধা ভরে

করো গুরুর নাম স্মরণ।



গুরু দয়া করলে ভবে

অভাব রবেনা

ওই চরণঝ ভজিলে

খোদা দূরে রবেনা।



(২)

অহংকারে পাবিনা

প্রেম দিয়ে ধর

অধরারে যায় ধরা

অন্তরের ভিতর।



আগে কর মনটা খাটি

ধূলায় কর লুটোপুটি

তবেই সেজন আসবে ছুটে

তোর আপনার ভিতর।





(৩)

বুঝলি না মন

খুজলিনা মন

কে তোর আপনজনা

সারা দেহ ধুইলি রেখে

অন্তরে আবর্জনা।





(৪)

আগে গুরু মানো

পাবে আল্লা-নবী দু'নো

গুরু দিবে পথ দেখিয়ে

তবে চিন্তা তোমার কেনো?





(৫)

মন সই হবা কখন

হাসি মুখে কওনা কথা

তুমি ভুলে গেছো

হয় অহংকারে পতন।





(৬)

মনের ঘরে কপাট মেরে

তারে পাওয়া দায়

বন্ধ ঘরে রয়না সেজন

উদার মনে হয় উদয়।





(৭)

যখন প্রেম-পরশে মুনি-ঋষি

খোদার ধ্যানে বসে

আরশ-কুরশি লওহ্‌ কালাম

ওই হৃদয়ে হাসে।





































মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.