| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বংশী নদীর পাড়ে
	আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
মন ভক্তি দিলে মুক্তি পাবি পূর্ন হবে বাসনা
মনের ভিতর আছে যেজনা।
মনের ভিতর মনের মানুষ
পায় তাহারে যার আছে গো হুশ
তালাশ করো দ্বীন বন্ধু আধার ঘরে থেকো না।।
মনের ভিতর আছে যেজনা।
মনের মানুষ দূরে রেখে
কাহার সঙ্গ করো সুখে গো...
নিদানের বন্ধু যেজন তারে তুমি চিনলা না।।
মনের ভিতর আছে যেজনা।
অধম কেদে বলে বারে বার
এ জীবন আসিবে না আবার
এ জীবন থাকিতে তারে হৃদ মাজারে বসাও না।।
মনের ভিতর আছে যেজনা।
 
০৮ ই জুলাই, ২০১৩  রাত ৮:৪১
বংশী নদীর পাড়ে বলেছেন: আমার  সখা 
তোমার মনটা কেনো বাকা?
তুমি পূর্ণিমার চাঁদের মতো
মাঝে মাঝে করো দেখা?
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩  রাত ৮:২১
আমি বাঁধনহারা বলেছেন:
খুব সুন্দর আধাত্নিক ভক্তিমূলক গান।ভালো লাগলো:++++++++
অনেক দিন পর দেখা...।আশা করি আল্লাহর অপার মহিমায় ভালো আছেন প্রিয় সখা...।শুভ হোক তব পথ চলা.....।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!!