| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বংশী নদীর পাড়ে
	আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
![]()
দ্বিধা দ্বন্দ্ব
ফারুক হোসেন
অন্তরে আছে একজন 
বাহিরে আছে কয়েকজন
কার কথা শুনে মন
মন আমার বিষম বিপাকে,
গুরু তুমি কৃপা করো 
এই অধমটাকে।।
কোন পথে যাই 
পথ দেখিনা
চোখ থাকিতে অন্ধ
ডায়নে বায়ে ধান্দাবাজি
আছে দ্বিধা দ্বন্দ্ব।।
সুপথে মন টানেনা
কু-কামেতে নাচে
ভাল কথা শুনলে মনা
পাশ কাটিয়া বাঁচে।।
 
১২ ই জুলাই, ২০১৩  রাত ১০:১৯
বংশী নদীর পাড়ে বলেছেন: ভালো লাগলো জেনে খুশি হলাম।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৩  রাত ৮:৩৬
বোকামন বলেছেন:
হূম ! এভাবেই দ্বিধা দ্বন্দে পড়ে যাই আমরা ...।
ভালো লাগলো :-) [১+]