![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
মন তুই বুঝলিনারে গুরু কী ধন
গুরু চরণ পুজলিনা তুই হারাইলি রতন।।
জনম কি তুই পাবি আবার
জল শুকালে কাটবি সাতার
অবহেলায় গেলো সময় নাম হইলো না স্মরন।।
যে নাম নিলে খোদা মিলে
ওই নাম জপো মনে দিলে
অহংকার তোর যাবে চলে হবে শয়তানের পতন।।
এক বাক্যে ঈমান আনো
লা শরীক তাহারে জানো
এ জীবনের আয়ূ ক্ষীণো মনা থেকোনা অচেতন।।
১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৭
বংশী নদীর পাড়ে বলেছেন:
মন আমার ভন্ড-----
শুনেনা বারণ
মানেনা শাসন
ভাবেনা দুদন্ড।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: পেয়েছো যে জ্ঞান
ধরে রেখো তারে
জেনে অমূল্য ধন
গুরু করুক দয়া তবে-শ্রষ্ঠ দান।।