![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
একটি লোকগীতি
কথা ও সুরঃ- ফারুক হোসেন
ভাবিয়া পাগলে কয়
আপন আপন কেহ নয়
সাঙ্গ করে ভব লীলা
যাইবা আবার কোথায়।
আইছো একা যাইবা একা
মাঝ পথে ক্ষনিক দেখা
পাইলা তাতে ক্ষনিক সখা
আসলে কেউ করো নয়।।
ভাবিয়া পাগলে কয়
আপন আপন কেহ নয়....
দুই দিনের এই দুনিয়া
নয় কিছু দেখো ভাবিয়া
মরলা শুধু হাপাইয়া
কাজের কাজ তো কিছু নয়।।
ভাবিয়া পাগলে কয়
আপন আপন কেহ নয়....
হুশের ঘরে নাই বাতি
কবরে কি পাইবা সাথী
সামনে জানি কী হয় গতি
রইলা পড়ে কার আশায়।।
ভাবিয়া পাগলে কয়
আপন আপন কেহ নয়....
২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬
বংশী নদীর পাড়ে বলেছেন: আপনার কথা আমি বুঝতে পারিনি। এরপরও আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
অসাম সালা বলেছেন: ওসাম হৈসে