নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

মন ক্বাবাতে একবার নামাজ পড়লা না....ভক্তিমূলক গান

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭





ভক্তিমূলক গান



কথা ও সুরঃ- ফারুক হোসেন



মনরে ক্বাবা পানে ধেয়ে চলো

ক্বাবা চিনলা না

(তুমি) মন ক্বাবাতে একবার

নামাজ পড়লা না।



মনের ভিতর আছে ক্বাবা

তালাশ করলে তবেই পাবা

কাছে তোমার মন-মহাজন

(সেজন) দূরে থাকে না।।



অন্ধকারে যায় কি দেখা

প্রদীপ বিনে আলোর রেখা

সরল পথটি আঁকাবাঁকা

তুমি সরল হলেনা।।



সাধুর চরন ধৌত করলে

মনের ক্বাবা ঘরটি খুলে

আবুল-তাবুল পথ চলিলে

পথের সন্ধান পাবা না।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩

অবচেতনমন বলেছেন: অসাধারন...........মনে হচ্ছে লালন অনুসারী......সাধন সুদ্ধ পথ........এস সত বুঝি না সাথে আছি ......হয়ত ঘুরপাক এর চক্রে সাক্ষাৎ হয়ে যেতে কতক্ষন......ভালো থাকবেন প্রতিক্ষন এই কামনা।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৭

বংশী নদীর পাড়ে বলেছেন: লালন আমার প্রাণ। সাইজির চরণ ছোইতে পারলে ধন্য হতাম।

আমায় পাড় করো ভবের হাটে এসো দয়াল.....(সাইজি)

সঙ্গে থাকবেন। বিনম্র সালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.