![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
ভক্তিমূলক গান
কথা ও সুরঃ- ফারুক হোসেন
মনরে ক্বাবা পানে ধেয়ে চলো
ক্বাবা চিনলা না
(তুমি) মন ক্বাবাতে একবার
নামাজ পড়লা না।
মনের ভিতর আছে ক্বাবা
তালাশ করলে তবেই পাবা
কাছে তোমার মন-মহাজন
(সেজন) দূরে থাকে না।।
অন্ধকারে যায় কি দেখা
প্রদীপ বিনে আলোর রেখা
সরল পথটি আঁকাবাঁকা
তুমি সরল হলেনা।।
সাধুর চরন ধৌত করলে
মনের ক্বাবা ঘরটি খুলে
আবুল-তাবুল পথ চলিলে
পথের সন্ধান পাবা না।।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৭
বংশী নদীর পাড়ে বলেছেন: লালন আমার প্রাণ। সাইজির চরণ ছোইতে পারলে ধন্য হতাম।
আমায় পাড় করো ভবের হাটে এসো দয়াল.....(সাইজি)
সঙ্গে থাকবেন। বিনম্র সালাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩
অবচেতনমন বলেছেন: অসাধারন...........মনে হচ্ছে লালন অনুসারী......সাধন সুদ্ধ পথ........এস সত বুঝি না সাথে আছি ......হয়ত ঘুরপাক এর চক্রে সাক্ষাৎ হয়ে যেতে কতক্ষন......ভালো থাকবেন প্রতিক্ষন এই কামনা।