![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
ধ্বংস বিনা সৃষ্টি নাই
ফারুক হোসেন
৩০ জুলাই ২০১৩
তেলে ভেজে মজা করে
ভাঁজা-পোড়া খাই
নেই না খবর তেলের জন্ম
বিন্দু বিন্দু রাই।
পিষ্ট হলো তেল বেরুলো
ঘর্ষণে মর্দনে
রাই নিঃস্ব হলো জন্ম নিলো
তৈল নামকরণে।
ধ্বংস-যজ্ঞে না মাতিলে
রাই হতো কী তেল
ওইরূপ মনে ঝড় তোলো
থাকতে কুপির তেল।
ধ্বংস করো রিপুর গুছা
পিষ্ট করো দলে
ওঠবে ভেসে ঘৃত-মাখন
দুধের মতো হলে।
উজার করে বের করে দাও
সহায় সম্বল যতো
সকল মায়া ত্যাগ করিলে
পূর্ন হবে ক্ষত।
ক্ষুধা তৃষ্ণা থাকবে না আর
রূপের বদল হলে
নূরের ঝলক নূরের তনু
মিশবে গিয়ে মূলে।
ধ্বংস বিনা সৃষ্টি নাই
ভাঙ্গো মনের ঘর
ঘরের তলে লুকিয়ে আছে
ঘরের কারিগর।
নিঃশেষে ভয় করোনা
সমাপ্তি নয় শুরু
জানতে পাবে ক্রিয়া-কানুন
জপো গুরু গুরু।
গুরুর পায়ে বেন্ধে রশি
ভবের মায়া ছাড়ো
মরন আসার আগে তুমি
জীবন থাকতে মরো।
©somewhere in net ltd.