![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
গানটি সামহ্যোয়ার ইন ব্লগের সকল ব্লগার/পাঠক এবং শুভানোধ্যায়ীদেরকে উৎসর্গ করলাম।
গানের কথাঃ- ফারুক হোসেন
৫ আগস্ট ২০১৩
মন আমার পড়লো বিষম শয়তানের ধোঁকায়
আল্লা-রাসুল ভুলে গিয়ে মজলো কোন নেশায়।।
মহাজনের খেয়ে পরে
তারই নাফরমানি করে
এই ভাবে কী জীবন ভরে
বাটপারি করা যায়।।
মন আমার পড়লো বিষম শয়তানের ধোঁকায়...
মিছে কথা ঠগবাজিতে
দিনের শুরু ধোঁকা দিতে
জানোনা মন ওই ধোঁকাতে
নিজেই পড়তে হয়।।
মন আমার পড়লো বিষম শয়তানের ধোঁকায়...
ছাড়ো তোমার ভেলকিবাজি
আসল কাজে হও না রাজি
বেটা ভালো বেটাই পাজি
বুঝবে শেষ বেলায়।।
মন আমার পড়লো বিষম শয়তানের ধোঁকায়...
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯
বংশী নদীর পাড়ে বলেছেন: আপনাকে প্রথম ধন্যবাদ। প্লাস গ্রহন করলাম করপুটে।
২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬
মো: আতিকুর রহমান বলেছেন: শয়তান কে বানাইছে? যে বানাইছে সব দোষ তার।
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৩
বংশী নদীর পাড়ে বলেছেন: মানুষকে তো ভাল মন্দ বুঝার ক্ষমতা দেয়া হয়েছে। বিবেক কোথায় রাখবো?
৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০২
মো: আতিকুর রহমান বলেছেন: ভাল মন্দ বুঝার ক্ষমতা দেয়া হয়েছে এটা সত্য কিন্তু সইতানের প্রতি আকর্ষন এত বেশী কেন সবার বলতে পারেন? তার মানে অবশ্যই আমাদের ভাল দিকটার চেয়ে খারাপ দিকটার স্ট্রেংথ বেশী? কেন দেয়া হল সইতানকে এত ক্ষমতা? তাহলে আমরা কি করতে পারি? গড প্লেয়েং উইথ আছ ডেটস দা বেস্ট এন্সার আই থিঙ্ক...
পরশু রাতে আমার মাকে নিয়ে মেডিকেলে ছিলাম। সেদিনটা ছিল আমার জন্মদিন। কত ভাল লাগছিল আমার জন্মদিনের সেলিব্রেট মেডিকেলে করতে পেরে। সারারাত চোখে ঘুম ছিল না। অনেক চেয়েছি আল্লাহ প্লিজ আমারকে সুস্থ করে দাও। সকালে আম্মার ওষধ নিতে বাইরে বেরিয়ে দেখলাম... গেটে একটা প্রতিবন্ধি মাটিতে সুয়ে থেকে একটাই কথা উচ্চারন করছে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এবং আল্লাহ । তারপর আমার যে চাওয়াটা ছিল আল্লাহ আমার মাকে ভাল করে দাও জিনিসটা কোথায় যেন হারিয়ে গেল। কার কাছে কি চাচ্ছি আমরা? আর কি বলব। আল্লাহ হু ইজ মোস্ট মারসিফুল গট নো মারসি ফর আস
!!
এই লেখাটা মেডিকেলের একটা ওয়ালে দেখতে পেলাম । মানুষ কত অসহায়। মানুষ আসলেই অনেক অসহায়।
০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
বংশী নদীর পাড়ে বলেছেন: ভাই আতিকুর রহমান, আপনার কথা যে ফেলে দেয়ার মতো তা না। আসলে কথার মূলে যখন যাওয়া যাবে তখন আর কোনো কথা থাকেনা। একজন খেলোয়াড় এই মাঠে। আসলে একজনে কী খেলা যায় কোনো গেমস্? মোটেও না। একটি নাট্যমঞ্চ, একজন তাতে অভিনেতা এখন বলুন একজনে কী ভূমিকা রাখবে, কাকেই বা দেখাবে? মূলত আল্লাহ রাব্বুল আয়ালামিন এই নাট্যমঞ্চটা সাজিয়েছেন তার স্বয়ং ইচ্ছায়। সবই তো আল্লাহর তৈরি। আদম, ফেরেস্তা, বড় ফেরেস্তা যাকে শয়তান বলি, আরশ, কুর্সি, লওহ, কালাম, ভূলোক-দুলোক, আসমান-যমিন ছেড়ে আরো ৩টি আলম--- আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে লাহুত....... কী সবই তো এক মাত্র আল্লাহর সৃষ্টি। আল্লাহ এক, অখন্ড, একক। এখন আপনার কথার উত্তর সোজা । সবই তার খেলা। নাটাই তার হাতে আমি আপনি সবাই ঘুড়ি। এই জন্যই কোনো এক ব্যথিত প্রাণ দেয়ালে লেখেছেন---" মানুষ কত অসহায়"। মহান স্রষ্ঠার মহান কুদরতি। মানুষ সৃষ্টির প্রাক্কালে ফেরেস্তাগন বললেন--- ইয়া রাব্বুল আলামিন আপনি মানুষ সৃষ্টি করিয়েন না। এই মানুষ যমিনে রক্তপাত করবে। ফেরেস্তাদের উত্তরে আল্লাহ তায়ালা বললেন-- হে ফেরেস্তাগন আমি যা জানি তোমরা তা জানোনা। আল্লাহ মানুষ সৃষ্টি করলেন তার সখ হলো সেই মানুষের ভেতর ডুব দিলেন বললেন আদমকে সেজদা করো, সকল ফেরেস্তা সেজদা করলো কিন্তু শয়তান তা মেনে নিলোনা। কেনো শয়তান মেনে নিলোনা? এই প্রশ্নও করা যাবেনা। সবই তার ইচ্ছা। ভালো থাকুন। দোয়া করি আপনার মা সুস্থ হয়ে উঠুক।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪
বোকামন বলেছেন:
গানের কথা ভালো লাগলো। “+”