![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
পাগলের গান....
কথা,সুর ও কণ্ঠঃ-- ফারুক হোসেন
মর্ম মূল কাটিয়া দিলে
শাখা মূলের জোড় কোথায়
অন্তরে বীজ বুনেছিলাম
প্রেম-প্রীতি-ভালবাসায়।।
বীজ বুনিলাম বৃক্ষ হলো
গাছে ধরলো ফল
কী সুন্দর দেখিতেছিলো
রসে টলমল।।
সে ফল খাইবো বলে ভেবেছিলাম
সে আর হলো কোথায়া।।
যতন করে মনের ঘরে
পুষিলাম তারে
বনের পাখি পোষ মানেনা
বুঝিলাম পরে।।
পাখি খাঁচা ভেঙ্গে গেলো ওড়ে
কাঁদে আমার মনোরায়।।
বুঝলো নারে ওইনা পাখি
মনের গহীন ঘর
ভালোবাসা ছিলো শুধু
অন্তরের ভিতর।।
এবার ভেবে বলে এই পাগলে
পড়িসনা কেউ প্রেম কূয়ায়।।
৮ আগস্ট ২০১৩
ঈদ-উল-ফিতর।
গানটি খালি গলায় গাওয়ার চেষ্টা করেছিলাম। জানি ভাল হয়নি। তারপরও শুনে দেখতে পারেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.