![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
কবর
কবর তোমায় ডাকে ও ভাই শুনতে তুমি পাওনা।
মরন কথা স্মরণ করো দ্বীনের পথে হও রওয়ানা।
ছাড়তে হবে সকল কার্য
মৃত্যু ও ভাই অণিবার্য।
একটু দাড়াও______ ভেবে দেখো,
মৃত্যু এলে পালাবার পথ রবে না।
আপন সবাই পর হইবে
রঙিন জামা খুলে নিবে
সাদা কাপন পরিয়ে দিবে রবে না মকমলের বিছানা।।
চাটাই দিয়ে ছাউনি দিবে
বাঁশের কয়েক টুকরা পাবে
অবশেষে মাটির উপর হবে বিছানা।
সারা অঙ্গ পঁচে যাবে কিরায় খাবে দেহ,
অন্ধকার ওই ঘরের খবর নিবে না আর কেহ।
সময় থাকতে হুশিয়ার মন আর বসে থেকো না।।
২৩/০৮/২০১৩
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০০
বংশী নদীর পাড়ে বলেছেন: কিন্তু মানতে তো একদিন হবেই হবে।
২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১০
বংশী নদীর পাড়ে বলেছেন: আপনাকে ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২১
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: আপন সবাই পর হইবে
রঙিন জামা খুলে নিবে
সাদা কাপন পরিয়ে দিবে রবে না মকমলের বিছানা।।
সবাই জানে কিন্তু মানতে চায় না ............
চাটাই দিয়ে ছাউনি দিবে
বাঁশের কয়েক টুকরা পাবে
অবশেষে মাটির উপর হবে বিছানা।
ভাল থাকবেন।