![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
অন্তর দিয়ে বাসলে ভালো জ্বলে-পুড়ে মরবি সই
অন্তরে জ্বলিছে আগুন দেখেনা কেহই।।
অন্তর পুড়ে কয়লা হলো বন্ধুয়ার প্রেমে
নিঠুর বন্ধু বুঝলো না রে বাঁচি কেমনে
তারে ছাড়া জ্যান্ত মরা বন্ধু আমার কই।।
মনের আগুন দেখা যায়না মরিলাম জ্বলে
দিবানিশি জ্বলে চিতা প্রেমের অনলে
পাষান বন্ধু বুঝিলনা কেমন করে ঘরে রই।।
লোকে আমায় পাগল বলে কলংক গলায়
বন্ধুয়ার পিরিতের বিষ নামায় কোন উজায়
বন্ধু বিনে প্রাণে মরি আমি যে সই আমরা নই।।
০৫/০৯/২০১৩
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০
বংশী নদীর পাড়ে বলেছেন: ভালো লাগার প্লাস গুলো নিয়েই কবির পথ চলা.... ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর
ভাললাগা +