![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
আমায় দংশিলো রে মনের মতো বিষধর এক নাগ
সারা অঙ্গ বিষে জড়জড় নাই সাপে কাটার দাগ।
কী বিষে দংশিলো আমায় দেখা যায়না চোখে
হৃদয় আমার পুড়লো জ্বলে যন্ত্রনা এই বুকে।
আদর দিয়ে যতন করে পোষলাম বনের পাখি
সেই পাখিটি বড়ো হয়ে আমায় দিলো ফাকি।
আশা ছিলো পাখি হবে সুখ-দুঃখের সাথী
পাখির সনে খেলবো খেলা জ্বেলে প্রেমের বাতি।
বসবে পাশে কইবে কথা মধুর সুরে ডেকে
বোল শিখিয়ে ভুল হলো মোর পাখির কচি মুখে।
খাচা ভেঙ্গে নিঠুর পাখি ওড়ে গেলো বহু দূর
পাখির মায়ায় কাদে নয়ন ব্যথা ভরা হৃদয়পুর।
মনে হলে পাখির কথা ঘরে থাকতে পারিনা
মন বসেনা কোনো কাজে অবুঝ হৃদয় বুঝেনা।
মনে পড়ে কত কথা কত দিনের আলাপন
হাসি মুখে বলে কথা চুরি করলো সরল মন।
কাদি বসে দিবানিশি আমায় লোকে মন্দ হয়
মন বুঝেনা লোক নিন্দা নাই কলংকের ভয়।
©somewhere in net ltd.