![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
তুমি পাশে থেকেও আছো দুরে এই যাতনা কেমনে সই
বন্ধু তোমার মনের মতো হলাম কই।।
মন যে সদায় তোমায় খুঁজে তুমি থাকো লুকিয়ে
দাও না দেখা প্রান সখা এসোনা মোর হৃদয়ে
তুমি বিনে প্রান বাঁচেনা
কেমন করে ঘরে রই।।
(আমি) বন্ধু তোমার মনের মতো হলাম কই।।
প্রেম কলঙ্গের অপরাধে অপরাধী হয়ে
দেশে দেশে ঘুরে বেড়াই উজান তরী বেয়ে
আর কতদিন রাখবে দুরে
আমি কী তোর কেহ নই।।
(আমি) বন্ধু তোমার মনের মতো হলাম কই।।
এক নজর না দেখলে তোমায় প্রাণপাখি যায় ওড়ে
শুন্য খাচা ঝড়-বাদলে খসে খসে পড়ে
তুই যে আমর প্রান সখা
মনের দুঃখ তোরে কই।।
(আমি) বন্ধু তোমার মনের মতো হলাম কই।।
২০/০৪/২০১৪
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১১
বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ ভাই। আমি তো কোনো শিল্পী নই তারপরও আপনার জন্য সুর দিয়ে গেয়ে আপলোড দেয়ার চেষ্টা করবো। ভাল থাকবেন।
২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১
বংশী নদীর পাড়ে বলেছেন: এই নিন গানটির সুর। আমি ভাই শিল্পী নই তারপরও আপনার অনুরোধে গেয়ে দিলাম গানটির সুর। ধন্যবাদ আপনাকে।
গানটি শুনতে এখানে আসুন।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৫২
আমি অপদার্থ বলেছেন:
গানটা গেয়ে আপলোড দিলে আর ভালো হত