![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
গানের কথা আছে সুরও আছে নাই গানের পাখি। পাখির খোজে পাখির গান---
ভাল লাগলে প্রাণ খোলে গান আমার লেখা এই গান____________
পাখি আসা যাওয়া করে তোমার দেহ মাটির ঘরে
যেদিন পাখি ওড়ে যাবে আসবে না আর ফিরে।।
হাওয়ার উপর বেঁধে ঘর
থাকবে কী রে জনম ভর
আখি দুইখান বন্ধ হলে (পাখি) রইবে না আর নীড়ে।।
মনরে আমার রইলি ভুলে
দিন কাটালি হেসে খেলে
আপন খাচার পাখিটারে (তুই) দেখলি নারে ধরে।।
পাখির বাসা তোর ভিতরে
দেখলিনা তুই পাখিটারে
কপাল পোড়া এ সংসারে তোর চেয়ে আর কেরে।।
সময় থাকতে ও ভোলা মন
চিনে নাও পাখিটা কেমন
(বসে) পাখির মেলা সকাল বেলা মুর্শিদের বাজারে।।
২৪/০৪/২০১৪
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮
বংশী নদীর পাড়ে বলেছেন: আপনার ভাল লাগাতে আমারও ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।
২| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩২
লিরিকস বলেছেন: সুন্দর।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। তবে আমার স্বরচিত লিরিকসগুলোতেও আপনাকে আমন্ত্রন জানাচ্ছি যা আমার ফেইজবুকে পাবেন।
Click This Link
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৫
অন্ধবিন্দু বলেছেন:
পাখির কথা, মনের কথা ভালো লাগলো।