![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
আমি গুরু তোমারে সপে দিলাম আমারে
জীবনে মরনে ঠাঁই যেনো পাই
দয়াল তোমার রাঙ্গা চরনে।।
ঠাঁই যেনো পাই দয়াল তোমার রাঙ্গা চরনে…
দয়া করে আমারে তুলে নাও তোমার নায়ে
কে আছে গো এই অধমের তুমি বিহনে
তুমি যদি মারো বাঁচাইতেও পারো
নাই গো দয়াল তুমি বিনে ত্রিভুবনে ।।
আমি পাপি বেশুমার হিসাব কিতাব নাই গোনার
এসো তুমি দয়া করে হৃদয় আসনে
তুমি যদি হও আমার চাই না সোনার সংসার
বাঁধিবো ঘর মনের ভিতর সংগোপনে।।
প্রেম-ভক্তি নাই আমার দয়া তবু হয় তোমার
অপার কান্ডারী নায়ের ঝড়-তুফানে
করিয়া আমায় মুমিন পাড় করিও ওই দিন
কাঠগরাতে দাঁড়াই যেদিন হাশর ময়দানে।।
২৬/০৬/২০১৪
এই গানটির জন্য একটি মরমী সুরও করা আছে যাদের পছন্দ হয় বলতে পারেন।
২| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৮
বংশী নদীর পাড়ে বলেছেন: এই পোস্ট থেকে গানটি শুনুন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৪ রাত ১:৫৪
একজন ঘূণপোকা বলেছেন:
গান কৈ??