নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোমার প্রতি-- >>>>>

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:৫৬

হৃদয়ের আকুলতা



যদি পূত-পবিত্র, স্বর্গীয় প্রেমাস্পদে মিশ্রিত

কোনো উপহার হয় বড্ড নগণ্য,

চোখে না পড়ার মতো ছোট্ট কিংবা ক্ষুদ্র থেকে

আরো ক্ষুদ্রতম; তবু জেনো-

ওতে যা আছে, তার তুলনা ত্রিভুবণে আরেকটি নেই।

অন্তরের ভেতরে আরেকটি অন্তর

খুব সংগোপনে লুকিয়ে থাকে

সেই অন্তর দিয়ে যখন

তোমাকে ডাকি সেই না দেখা

গহীন ভুবণ থেকে

তখন সাড়া দিও, ছুটে এসো খুব কাছে।

যখন কিছু প্রীতি-উপহার দিই শুধু তোমার জন্য-

নিও বন্ধু, অন্তর খুলে নিও।

সেই অমূল্য উপহারটুকু,

ফিরিয়ে দিওনা মিনতি আমার!

যখন অন্তরের অন্তস্থল হতে

উচ্চারিত হয় প্রাণের আকুতি,

গভীর ভালোবাসা-প্রেম-প্রীতি,

তখন বন্ধু কাছে টেনে নিও আমাকে

দু’হাত বাড়িয়ে, ছুটে এসো আমার

হৃদয়ের পদ্মাসনে আপনার অজান্তে।

সুখ পাই আমি

তোমাকে কাছে পেয়ে। স্বর্গীয় সুখ কী

তা আমি দেখিনি, শুনেছি মাত্র।

আর-

আমার স্বর্গ-কানন কখন অদেখা, স্পর্শহীন কিংবা

অবাস্তব বলে কিছু থাকে না-

যখন তুমি নিবিড় মমতায়

আমাকে খু-ই-ব করে কাছে ডাকো।

আমার সব কিছু উজাড় করে দিতে

এতটুকুও কুণ্ঠার প্রশ্ন ওঠে না

যখন আমাকে তুমি মায়ার বাঁধনে

বিনি সুতোয় বাঁধো।

বন্ধুর উপহার----- গ্রহণ করো বন্ধু,

যখন দু’হাত বাড়িয়ে

তোমাকেই কাছে ডাকবো।

কখনো ভুল বুঝে

কখনো সুখ খুঁজে

আমাকে ভুলে গিয়ে

ক্ষ্ট দিওনা বন্ধু,

ছিন্ন করো না এ বাঁধন

কখনো-কোনোদিন চিরতরে।

সুখের দিনে যেমনটি ডেকে পাই

তোমাকে, থেকো ঠিক দুঃখের

ঘন-কালো-মেঘের, ঝড়-ঝঞ্ঝাময়

দুর্গত আঁধার রাতেও।

নীড়হারা-রাতজাগা-অবোলা-নিরূপায় বিহঙ্গটিকে

কখন হঠাৎ পাওয়া কোনো সুখের আবেশে

ভুলে যেয়োনা।

আমাকে ফিরিয়ে দিও না বন্ধু,

যতবার দিই, যত হৃদয় ছোঁয়া ভালোবাসা।

পৃথিবী একটি “টাইম বোম”,

নির্দিষ্ট একটি সময় বাঁধা এর মর্মমূলে।

অনুরোধ বন্ধু-

জীবনের সর্বশেষ নিঃশ্বাসটি পর্যন্ত

প্রেমধারা বইতে দিও

তোমার হৃদয় নদীর বাঁকে বাঁকে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

আলম দীপ্র বলেছেন: ভালো লাগল ।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯

বংশী নদীর পাড়ে বলেছেন: ভাল লাগার কথা শুনলেই লেখকের মনটা ভরে যায়। কিন্তু সমালোচনা হলে আরো খুশি হতাম। ধন্যবাদ ভাই আলম দীপ্র।

২| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৯

লিরিকস বলেছেন: +

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭

বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ +++++++

৩| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫০

অন্ধবিন্দু বলেছেন:
লেখাটির সরলতাটুকো ছুঁয়ে গেলো।
ধন্যবাদ, বংশী নদীর পাড়ে।

মর্মমূলে অনুরোধ বাঁধা থাকলো ...

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৮

বংশী নদীর পাড়ে বলেছেন: গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ। পাশে পাবো এটাই প্রত্যাশা। ভালো থাকুন।

৪| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৯

লিরিকস বলেছেন: আমি যতদূর জানতাম এনেছি আমার শত জনমের প্রেম গানটি নজরুল সঙ্গীত। কিন্তু দেখলাম অন্য তথ্য।

সঠিক তথ্য আমাকে জানান প্লিজ।

২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫১

বংশী নদীর পাড়ে বলেছেন: ভাই এই গানটি আমি ছোট সময় থেকেই শুনে আসছি প্রিয় কবি নজরুলের বলে। প্রায় এক দেড় ঘন্টা নেটের পাতায় পাতায় ঘুরে কোথাও পেলাম না এই গানটি নজরুলের নয়। কিন্তু একটি জায়গায় পেলাম গানটি নাকি গৌরীকেদার ভট্টাচার্যের (১৯১৬ - ১৯৮৩) সূত্র তবে এই সূত্রটি আমার কাছে সঠিক বলে মনে হচ্ছেনা। যদি আরো সঠিক কোনো তথ্য পেয়ে যাই তা হলে জানাবো ইনশা আল্লাহ। ভাল থাকুন।

৫| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৫

লিরিকস বলেছেন: এটা দেখুন প্লিজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.