![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
এলো রে ঈদ ও ভাই এলো রে ঈদ
ঈদ-উল-আযহা-তে খুশি ত্যাগের সহিত।।
গরু-খাসি কুরবানীতে ত্যাগের মহিমা খুজে
মনের পশু রেখে মনে বনের পশুকে
জবাই করিয়া তুমি বানাইলা ঈদ।।
অহংকার দম্ভ ভরে কালো টাকা সাদা করে
লক্ষ টাকার উট কিনিলা জবাই করিতে
মনের পশুটি ও ভাই হলোনা খরিদ।।
হাড়-মাংশ চায়না খোদা জবাই হলে মনের ক্ষুধা
নফসানিয়াত করে জুদা পান করো প্রেম সুধা
আত্মবলি হলে হবে কুরবানী ঈদ।।
(০৩/১০/২০১৪)
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১
বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ ভাই লিরিকস। আপনাকেও জানাই ঈদের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৪
লিরিকস বলেছেন: ঈদের শুভেচ্ছা।