![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
মন রে ছলা কলা মিছে খেলা আর কত দেখাবি বল
বেলা শেষে হাহুতাশে বুঝবি রে তুই তাহার ফল।।
বুঝে শুনে রইলি অবুঝ
সত্য কথার করলিনা খুঁজ
সত্য সহজ ছেড়ে দিয়ে ধরলি রে মদের বোতল।।
ভরা যৌবন রক্ত গরম
যা ইচ্ছা তাই করো রে মন
আসবে মরন করবে হরণ থাকবে নারে দেহে বল।।
সময় আছে দণ্ড চারি
ছাড়ো রে মন ছল চাতুরী
যোগার করো পাড়ের কড়ি ছাড়ো তোমার রংমহল।।
*** ২১/১১/২০১৪ ইং ***
২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯
বংশী নদীর পাড়ে বলেছেন: দীপ্র, তোমাকে ধন্যবাদ। সাথেই থেকো।
২| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
বলেছেন: অসাধারণ++++++
২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯
বংশী নদীর পাড়ে বলেছেন: প্লাস গুলো সাদরে গৃহিত হলো। ধন্যবাদ আপনাকে।
৩| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: এটা কি গান ? মরমী গানের মত লাগলো ।
ভালোলাগা ।
২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০২
বংশী নদীর পাড়ে বলেছেন: হ্যা, ভাই এটা একটা মরমী গান বলতে পারেন। সুরের অপক্ষায় বাণী ছন্দ। সুর দিলেই গান হয়ে যায়। ধন্যবাদ গানটি পছন্দ করার জন্য।
৪| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৬
অন্ধবিন্দু বলেছেন:
সুন্দর কথা। মন তার মতো চলে
না-আমার কথা শুনে ...
ধন্যবাদ।
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৪
বংশী নদীর পাড়ে বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।
৫| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছাড়তে চাইলে যায় না ছাড়া
এ যে ভিষম বাঁধন কড়া
জান চলে যায় স্বভাব না যায়- এওতো তারই খেল।।
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭
বংশী নদীর পাড়ে বলেছেন: দারুন বলেছেন। ছন্দে ছন্দে সুন্দর করে যুক্ত করেছেন। ধন্যবাদ।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৭
বংশী নদীর পাড়ে বলেছেন: কলমের কালি শেষ, ধন্যবাদ আপনাকে। আপনার নিকটাও চমৎকার।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
আলম দীপ্র বলেছেন: সুন্দর !