| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বংশী নদীর পাড়ে
	আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

(১)
বাহির থেকে ভেতর চেনা যাবে না যাবে না
অন্তরে প্রবেশ না করে যায় না খবর জানা।। 
আগুন আগুন বলে যদি
আগুনের তাপ বুঝবে সেকি
আগুনে হাত না দিলে কি বাজবে অগ্নিবীণা।।
সর্পে কাটে নাই যারে
বিষের ব্যাথা বুঝবে কিরে
শুধু সর্পে দংশিলো যারে সে বুঝে যন্ত্রনা।।
আসল-নকল বুঝতে পারে
স্বর্নকার কষ্টি পাথরে
বাহিরে চকচকালে দস্তা হয় না সোনা।। 
যদি সত্য দেখতে চাও
গুরুর ঘাটে নাও ভিড়াও
গুরুর দয়া হলে তোমার খুলবে চক্ষুখানা।।
***
১৭/০৪/২০১৫ ইং
(২)
চোখ খুলিলে দেখি তোমায় চোখ বুজিলেও পাই
সর্বখানে সর্বসময় তুমি ছাড়া নাই।।
তুমি আমার অন্তরের ধন
বুঝিবেনা পাড়ার লোকজন
যা দেখেছি তোমার ভিতর তারা দেখে নাই।।
তোমার স্মৃতি তোমার প্রীতি
বিনা সুতায় মালা গাঁথি
দিবানিশি করেছি সাথী তুমি বুঝো নাই।।
বহু দুরে গেছো চলে
আমাকে একেলা ফেলে
মরি আমি পুড়ে-জ্বলে দেখার মানুষ নাই।।
প্রেমাগুনে অন্তর পুড়ে
দেখা যায় না দুই নজরে
দেখাই আমি কেমন করে পুড়ে হলাম ছাই।। 
***
১৭/০৪/২০১৫ ইং
(৩)
দিও বেশি নিও কম ওরে আমার অবুঝ মন
ত্যাগের মহিমায় গড়ো ক্ষণস্থায়ী এ জীবন।।
ধন-দৌলত বাড়ি-ঘর
থাকে নারে জীবন ভর
তবে কেনো অন্তর হয়না মাটির মতন।।
এই দুনিয়া কয়দিন সোনা
অহংকার আর করো না
অহংকারীর ডাক শুনে না আপে-নিরঞ্জন।।
কর্ম করার হাত দু’খানা
ভিক্ষা করার জন্য তো না
দ্বারে দ্বারে আর ঘুরো না ওরে ভোলা মন।।
মাটির দেহ হবে খাটি
জীবন হবে পরিপাটি
সাফ করো গে গুরুর চটি দিয়ে দেহ-মন।।
***
১৮/০৪/২০১৫ ইং
 
১৮ ই এপ্রিল, ২০১৫  বিকাল ৫:০২
বংশী নদীর পাড়ে বলেছেন: কিসের নকল বলতে পারেন?
২| 
১৯ শে এপ্রিল, ২০১৫  রাত ১২:৩৬
অন্ধবিন্দু বলেছেন:  
বংশী নদীর পাড়ে,
অনেকদিন পর লিখলেন। ভালো ছিলেন তো ?
 
১৯ শে এপ্রিল, ২০১৫  রাত ১০:১২
বংশী নদীর পাড়ে বলেছেন: ভাই কি আর লিখবো বলেন। একটু আকটু লিখতে গেলে  তখন কেউ কেউ নকলের গন্ধ পায়। আসলে আমাদের যে হয়েছে এমন- 
ডাইনে কি বায়
যেখানেই যাই
দেখিতে পাই
নকল আর নকল;
নকলের ভিড়ে
বলি যারে তারে
এটা তোর নারে
বাঁধলো গন্ডগোল।
আপনাকে পাশে থাকার জন্য ধন্যবাদ।
৩| 
২০ শে এপ্রিল, ২০১৫  রাত ২:২৬
জেন রসি বলেছেন: ভালো লেগেছে 
  
আগুন আগুন বলে যদি
আগুনের তাপ বুঝবে সেকি
আগুনে হাত না দিলে কি বাজবে অগ্নিবীণা।। 
চমৎকার।
 
২০ শে এপ্রিল, ২০১৫  রাত ১০:০৫
বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ ভাই। পাশে থাকুন।
৪| 
১৩ ই মে, ২০১৫  বিকাল ৪:২৩
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
 
১৩ ই মে, ২০১৫  বিকাল ৪:৩৮
বংশী নদীর পাড়ে বলেছেন: পাশেই থাকুন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৫  বিকাল ৪:১৭
চাঁদগাজী বলেছেন:
নকল