![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
সুপ্রিয় বন্ধুগণ, লেখালেখি করি বলেই ভাববেন না আমি বড় মাপের কোনো কবি বা সাহিত্যিক। দীর্ঘদিন যাবত মনের কিছু কথা ছন্দ-সুর লয়ে ফেসবুক এবং ব্লগে পোস্ট করে এসেছি। আজ থেকে একটি পরিবর্তন লক্ষ করবেন আমার ছন্দ-বাণীতে। আমি চেয়েছিলাম নিজেকে গোপন রাখতে। তাই এতদিন আমার কোনো গানে নিজের নাম যুক্ত করিনি। কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার অনেক গান অনেক ফেসবুক বন্ধুরা নিজের নামে পোস্ট করে অনেক লাইক কুড়াচ্ছেন। নাম কুড়াক তাতে আপত্তি ছিলো না কিন্তু দুঃখ হয় যদি একবারও এই অধমের নামটা উচ্চারণ করতেন। তাই এখন থেকে আমার প্রতিটি গানের শেষে বনিতায় অধম ফারুকের নামটা যুক্ত থাকবে। শুভ কামনা রইলো সকলের প্রতি।
বেচাকিনা হইতেছে মন প্রেমের হাট বাজারে
আমারে নি লইবা দয়াল বিনা দামে দরে।।
রঙ্গ রসে গেছে বেলা
ভব পাড়ে রই একেলা
ঘোর বিপদে ডাকি দয়াল তোমায় বারে বারে ॥
কাম কামিনীর সর্পে ওরে
কামড় দিয়া খাইছে মোরে
বাজান শক্তি বল হারায়ে এখন পইড়া গেছি ঘরে ॥
মনি মুক্তা ছিলো অথৈ
নৌকাতে করিয়া বুঝাই
তিস্তা নদীর মাঝখানে নাও ডুইবা গেছে ঝড়ে।।
নাই ফুলে রূপ ও রস
যৌবনে হয়েছে রে ধস
ফারুক পাগল কান্দে বসে বংশী নদীর পাড়ে ॥
২১/০২/২০১৬ ইং
আমার ফেসবুক আইডি
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার ছন্দময় গানের কথামালা
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
বংশী নদীর পাড়ে বলেছেন: ভাল থাকবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯
রাজসোহান বলেছেন: ভাই আপনাকে ফেসবুকে নক দিছি কতোবার। রিপ্লাই দেন না
গান ভালো হইছে ভাই
১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:০২
বংশী নদীর পাড়ে বলেছেন: সোহান, আমি তোমাকে পাইনি। তোমার ফেসবুক আইডিটা আমার মেইলে পাঠাও। [email protected]
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর।