নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

গীতিমালা - ২০১৬ (১-৩)

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৯

স্বরচিত গানের সমাহার গীতিমালা - ২০১৬ (১-৩)



গীতিমালা - ১

বোকা মন… মন মন মনরে…
মনরে যার কথা ভেবে তুমি করোরে রোদন
তার মনে তোমার কথা হয় নাই স্মরণ।।

যাকে তুমি আপন করে মনে দিলে ঠাঁই
তার মনে তোমার কথা একটু বিন্দু নাই
তুমি কি করতে কি করলে যথা তথা দিলে মন।।

অতীতের সেই ইতি কথা গেছে সে ভুলে
ভালোবাসা-প্রেম-পিরিতি পিছনে ফেলে
বৃথায় তুমি চেয়ে থাকো চাতক পাখিটির মতন।।

কৃষ্ণকালো নামটি ভালো মধুর চেয়ে মধু
ফারুকের মনটারে নাম করিয়াছে যাদু
ছয় প্রহর আর আট প্রহরে এ লীলা হয়না সমাপন।।

রচনা কাল - ০১/০১/২০১৬ ইং



গীতিমালা - ২

গুরু গো... ও গুরু…
রেখো না আমায় তুমি দূরে দূরে।।

তুমি আমার সাধনা
তুমি আমার ভাবনা
ডাকি প্রেমে গানে গানে সুরে সুরে
রেখো না আমায় তুমি দূরে দূরে।।

তুমি আমার আপনা
তুমি ছাড়া কেউ বুঝেনা
দুঃখ ভরা মনের কথা বলি কারে
রেখো না আমায় তুমি দূরে দূরে।।

অভাগিনীর মনের কথা
না বুঝিয়া দিলো ব্যথা
ব্যথিত হৃদয়ে ঘুরি দ্বারে দ্বারে
রেখো না আমায় তুমি দূরে দূরে।।

ভালোবেসে পেলাম ঘৃণা
প্রেমে কি শুধুই বেদনা
প্রেমাগুনে ফারুক মরে পুড়ে পুড়ে
রেখো না আমায় তুমি দূরে দূরে।।

রচনা কাল - ০২/০১/২০১৬ ইং




গীতিমালা - ৩

মানুষ যাবে একদিন মরে
থাকবে পড়ে কথাগুলি অন্তরে অন্তরে
তুমি ব্যথা দিলে সেই অন্তরে ভালোবাসে যেরে
ভালোবাসার মানুষটারে কাছে ডাকলে নারে।।

হাসি মুখে টেনে বুকে লইলে না তাহারে
দিবানিশি বাজে বাঁশি অন্তরের ভিতরে
যারে তারে ডাকলে কাছে রাখলে তারে দুরে
ভালোবাসার মানুষটারে কাছে ডাকলে নারে।।

মুখের কথায় লাগে ব্যথা অন্তরের ভিতরে
মুখের কথায় জাগায় আশা ধুধু বালু চরে
মুখের কথায় মধু ঝরে ডাকলে প্রেমের সুরে
ভালোবাসার মানুষটারে কাছে ডাকলে নারে।।

মুখটি খুলে চোখটি তুলে দেখলে না তাহারে
যেজন তোমায় সদায় বাঁচায় নিজে জ্বলে-পুড়ে
ফারুক বলে জ্বলন ভালো পাই যদি বন্ধুরে।।
ভালোবাসার মানুষটারে কাছে ডাকলে নারে।।

রচনা কাল - ০৭/০১/২০১৬ ইং

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: অনেক দিন পড়ে লেখা পেলাম।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

বংশী নদীর পাড়ে বলেছেন: ঠিকই বলেছেন দাদা - এক সময় ছিলো সামুতেই আনাগোনা বেশি। কিন্তু কেনো যেনো আগের মতো পরিবেশ খুঁজে পাইনা। কিন্তু লেখালেখি হয় নিয়মিত ফেসবুক আইডিতে। ধন্যবাদ দাদা, অনেকদিন পর হলেও সাথেই পেলাম।

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৩

ভ্রমরের ডানা বলেছেন:

খুব মিষ্টি গান। আমার ভাল লেগেছে বেশ!

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২২

বংশী নদীর পাড়ে বলেছেন: ভ্রমণের ডানা - ধন্যবাদ আপনাকে, পাশেই থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.