| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বংশী নদীর পাড়ে
	আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
স্বরচিত গানের সমাহার গীতিমালা - ২০১৬ (৪-৬)
 
 
গীতিমালা - ৪ 
দয়াল তোমার কুদরতি আমি নাদান বুঝি কি
শুকনা ডালে সাজ-সকালে ফুটালে জুঁই-মালতি।।
প্রেম কখনো মরে নাই
প্রেমের মরন লেখা নাই
তাই তো দেখি প্রেমের আঁখি
রয়েছে সদায় সতি।।
পাথরে ফুল ফুটালে
মরুকে ভরলে জলে
দুই মেরুকে এক করিলে
ঘুরালে পবন গতি।।
তিস্তা নদীর করতালে
ভরা নাও তল করিলে
বালুর চরে আবার তারে
দিলে স্থান-বসতি।।
নাই ফারুকের ভজন-সাধন 
মন ওড়ে যায় যখন-তখন
নাই ভক্তি আছে উক্তি
রতি শূন্য হুরমতি।।
রচনা কাল - ০৮/০১/২০১৬ ইং
 
 
গীতিমালা - ৫
দাও গো দেখা ও গো সখা দূরে থাইকো না
তোমারে না দেখিলে প্রাণ আমার বাঁচে না।।
তুমি যদি হও আমার
আমি চাইনা কিছু আর
বন্ধু তুমি একবার ফিরে চাইলে না।।
দ্বীনহীন এই দুখিরে
রাখিও না আর দূরে
তুমি ছাড়া দুই নয়নে কিছু দেখিনা।।
তুমি যদি আমার হও
বাইবো আমি ভব নাও
লাহুরে মুর্শিদের নাও ডুবতে পারেনা।।
তুমি কৃপা করে আমারে
নাওনা গো আপন করে
ফারুকেরে পর ভাবিয়া দূরে রইখো না।।
রচনা কাল - ০৯/০১/২০১৬ ইং
 
 
গীতিমালা - ৬
কারে বলি দুঃখের কথা শোনার মানুষ নাই
প্রাণ বন্ধুয়ার প্রেমাগুনে পুড়ে হইলাম ছাই।।
মনের আগুন দেখা যায়না
কাঠখড়ি লাকড়ি লাগেনা জ্বলতেছে সদাই
নিদারুন এই প্রেম যাতনা কেমনে দেখাই।।
সখি লো পুড়ে হইলাম ছাই…
লোক সমাজে বলতে নারি
প্রেম যাতনায় পুড়ে মরি বাঁচার উপায় নাই
আমার মরন হলে তবু ভালো বন্ধুয়ারে চাই।।
সখি লো পুড়ে হইলাম ছাই…
ফারুকের মনের ব্যথা
বন্ধু সুজন কয় না কথা সে জ্বালা কেমন বুঝাই
ওরে বন্ধু যে তার প্রেম যাতনা আজো বুঝে নাই।।
সখি লো পুড়ে হইলাম ছাই…
রচনা কাল - ০৯/০১/২০১৬ ইং
 
২৪ শে নভেম্বর, ২০১৬  রাত ১০:০৫
বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৬  রাত ১১:৪৮
প্রামানিক বলেছেন: ভালো লাগল।