![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
গীতিমালা - ৬
কারে বলি দুঃখের কথা শোনার মানুষ নাই
প্রাণ বন্ধুয়ার প্রেমাগুনে পুড়ে হইলাম ছাই।।
মনের আগুন দেখা যায়না
কাঠখড়ি লাকড়ি লাগেনা জ্বলতেছে সদাই
নিদারুন এই প্রেম যাতনা কেমনে দেখাই।।
সখি লো পুড়ে হইলাম ছাই…
লোক সমাজে বলতে নারি
প্রেম যাতনায় পুড়ে মরি বাঁচার উপায় নাই
আমার মরন হলে তবু ভালো বন্ধুয়ারে চাই।।
সখি লো পুড়ে হইলাম ছাই…
ফারুকের মনের ব্যথা
বন্ধু সুজন কয় না কথা সে জ্বালা কেমন বুঝাই
ওরে বন্ধু যে তার প্রেম যাতনা আজো বুঝে নাই।।
সখি লো পুড়ে হইলাম ছাই…
রচনা কাল - ০৯/০১/২০১৬ ইং
গীতিমালা - ৭
প্রেম হবে না (মনের) ভাব না বুঝিলে
দুই মন এক হলে প্রেম তাকে বলে।।
যুক্তিবিদ্যার যুক্তি চলে না
গণিতের সূত্র বলেও না
প্রেম হবে না প্রেম হবে না
মন যদি না মিলে।।
ছল-চাতুরী তাবিজ-কবজে
প্রেম হবে না (মন) যদি না বুঝে
বোঝাবুঝি সকল কাজে
প্রেম হয়না কৌশলে।।
দস্তাদস্তি কুস্তি করিয়া
মন পাওয়া যায়না টানিয়া
যদি মনের টানে যায় মন আসিয়া
তাকে আসল প্রেম বলে।।
দরাদরি চুক্তিপত্রতে
প্রেমের শর্ত যায় না লিখিতে
আইন আদালত নাই পিরিতে
প্রেমিক ফারুকে বলে।।
রচনা কাল - ১২/০১/২০১৬ ইং
গীতিমালা - ৮
যারে আমি বাসলাম ভালো সে তো বাসলো না
ভালোবাসা-প্রেম-পিরিতি আমার হলোনা।।
যেদিন তারে প্রথম দেখি
জুড়িয়ে ছিলো দুইটি আঁখি
কি অপরূপ রূপ লো সখি হয় না তুলনা।।
লাগিয়া সেই রূপের কিরণ
পুড়িলো সই এই দেহ-মন
দেখিলো না বন্ধু-সুজন বুঝলোনা কি যন্ত্রনা।।
কি দিয়ে বুঝাই গো তারে
সুর বাজে পিরিতের তারে
মন পাপিয়া কেঁন্দে মরে অশ্রু ঝরে না।।
প্রেম সাগরে ডুবুক তরী
ছাড়িবো না প্রেমো ডুরি
ফারুক বলে যদি মরি ডাঙ্গায় উঠবো না।।
রচনা কাল - ১৪/০১/২০১৬ ইং
গীতিমালা - ৯
ভালোবাসে যে তোমারে কী দিলে তার উপহার
মুখের কথা চোখের দেখা দেখলে না একবার।।
ভালোবেসে হৃদয় ভেঙ্গে চোখের জলে ভাসে
লজ্জা-শরম রেখে শুধু তোমার কাছেই আসে
ওরে টাকা-কড়ি সয়-সম্পত্তির
লোভ-লালসা নাই তাহার।।
যারে যেজন ভালোবাসে কাছে থাকতে চায়
মনের যত গোপন কথা তার কাছেই সুধায়
শুধু ভালবাসার অধিকারে
তারে ডাকে বন্ধু বারেবার।।
প্রেম জগতে জাত-বিজাত আর লিঙ্গ-বর্ণ নাই
বিবর্ণ সেই প্রেমের কথা কি দিয়ে বুঝাই
প্রেমিক বুঝে প্রেমের মর্ম
ও প্রেম হয়েছে যাহার।।
মুখ দেখে প্রেম হয়না রে মন অন্তরে প্রেম রয়
অন্তর দিয়ে বাসলে ভালো প্রেম তাহারে কয়
ফারুক বলে প্রেম হবে না
যদি না খুলে মনের দ্বার।।
রচনা কাল - ১৫/০১/২০১৬ ইং
গীতিমালা - ১০
এক নজর দেখিবো বলে আসি নদীর কূলে
আমারে দেখিয়া বন্ধে পালায় সু-কৌশলে।।
যদি কাটিয়া দেখাইতাম বুক দেখিতো সকলে
প্রাণ বন্ধুয়ার প্রেমের আগুন কেমন করে জ্বলে
নিদারুন যন্ত্রনায় দুই চোখ ভাসে নোনা জলে।।
দেখলে তারে জুড়ায় আমার পিপাসিত চোখ
দুর হয়ে যায় ওষুধ বিনে অন্তরের অসুখ
বন্ধু বিনে প্রাণ সখিলো জীবন যায় বিফলে।।
কালার প্রেমে এতো জ্বালা সইতে নারি সই
দুঃখ কষ্টের মালা গেঁথে গলায় পরে রই
ওরে আমারে টানিলো কষে পিরিতের আঁচলে।।
নিঠুর কালা বাজায় বাঁশি মায়াবী এক সুরে
নাম ধরিয়া কাছে ডেকে রাখে আবার দুরে
বুঝলো নারে ফারুক তারে মরলো পুড়ে-জ্বলে।।
রচনা কাল - ১৫/০১/২০১৬ ইং
২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
বংশী নদীর পাড়ে বলেছেন: ভ্রমরের ডানা, অনেক অনেক ধন্যবাদ গান গুলো আপনার ভালো লেগেছে বলে। হ্যাঁ মনের রং তুলিতে আমার এই স্বরলিপিগুলো গাইতে পারেন সুখ-দুঃখ, আনন্দ-বেদনা আর হর্সে। বেশ কিছু গানের সুর আমি নিজেই করেছি। পাশে থাকার জন্য রইলো শুভকামনা।
২| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
গান গুলো মাটির খুবকাছাকাছি। জনপ্রিয়তা পাবেন বলে দিলাম। শুধু সুরটা ভাল করে বাধবেন। খুব ভাল হয়েছে।
২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৬
বংশী নদীর পাড়ে বলেছেন: যদি কেউ সুর দিয়ে গানগুলো করে আমার আপত্তি নাই। সবার জন্য উন্মুক্ত।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি দেশের সম্পদ কে সমৃদ্ধ করছেন।
২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৯
বংশী নদীর পাড়ে বলেছেন: মানব মনে আছে রে তোর রত্ন মানিক ধন
সুকৌশলে চতুরজনে করিতেছে আহরণ।"
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
শিল্পে অসাধারণ দক্ষ বুনন। খুব ভাল লিখেছে। সব গুলো গীতি মালায় সমান ভাল লাগা। প্রিয়তে নিলাম। অবসরে গাইব।
আচ্ছা সুর ক্যামনে করি? আপনি সুর করেছেন কি?