নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

গীতিমালা - ২০১৬ -(১১ - ১৩)

২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৮



গীতিমালা - ১১

মন রে মন তোরে কি করে করি যে শাসন
বাদশা হয়ে স্বভাব কেনো ভৃত্যের মতন।।

প্রতিনিধি করিয়া তোরে
পাঠাইলো এ সংসারে
আপনার কর্ম গুনে হারা হইলি পরম ধন।।

পেয়ে ধন রাখলি কাছে
পরম ধন হইলো মিছে
ভাবলিনা ধ্যানে বসে ধনের মালিক নিরঞ্জন।।

ত্যাগে আছে ভোগে নাই
স্বভাব তোমার খাই খাই
পেটে-পিঠে লয়না ঠাঁই থামো ওহে পেটুক মন।।

দিলি না মন রাখছি ধরে
দিন গেলো রে ধীরে ধীরে
ফারুক তোরে করলি নারে আত্ম-দানে সমর্পণ।।

রচনা কাল - ২২/০১/২০১৬ ইং

গীতিমালা - ১২

তুমি বুঝলেনা বুঝলেনা বন্ধু প্রেম কি সাধনা
তোমার প্রেমে মজে আমি হয়েছি দিওয়ানা।।

যতদূরে রওনা কোনো আছো দুনয়নে
বাহিরে মিলেনা খুঁজে লুকিয়েছো মনে
কত কথা হয় গোপনে কেউ তো জানে না।।

দমে দমে জপে রে মন জপে জপমালা
মালাতে জড়িয়ে আছে বন্ধু নামে কালা
তুমি আমারে করে উতলা ধরা দিলা না।।

বন্ধুর প্রেমে টানাটানি করে আমার মন
জাল দিয়া টানিয়া জেলে মাছ ধরে যেমন
তুমি প্রেম দিয়া বাঁধিলা এ মন ছুঁটতে পারিনা।।

দুধের মধ্যে আছে মাখন আছে ঘৃত-ছানা
জলেতে আছে মাছ তারা ডাঙ্গায় ওঠেনা
ফারুক হইছে তুই-তে ফানা আর কিছু বুঝেনা।।

রচনা কাল - ২৩/০১/২০১৬ ইং 

গীতিমালা - ১৩

প্রেম কি ভাই সহজ কথা
হয়না রে প্রেম যথা তথা
প্রেমের মানুষ হয় দেবতা
নয় দেবতা অন্য কোথা।।

যে বলেছে এমন কথা
ধরো তাহার পা দুইটা
ছাইড়ো না ছাইড়ো তাহা
যেই প্রেমে হয় স্বার্থকতা।।

প্রেমে রাসুল প্রেমে খোদা
প্রেম কখনো হয় না জুদা
প্রেমিকের মনের ক্ষুধা
প্রেম ছাড়া হয় না পূর্ণতা।।

পান করিয়া প্রেমো সুধা
ফারুকের মিটলো না ক্ষুধা
অন্য মানুষ বুঝলো না তা
বোঝার কোনো নাই ক্ষমতা।।

রচনা কাল - ২৯/০১/২০১৬ ইং

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:

এটাও প্রিয়তে নিলাম। খুব ভাল লেখেছেন।

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

দেশের মানুষের মনের কথা ফুটে এসেছে সাথে মাটির কথাও।


এমন লেখার জন্য আপনাকে অভিনন্দন জানাই!

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০১

বংশী নদীর পাড়ে বলেছেন: অভিনন্দন আপনাকেও

৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

Sujoy sarkar বলেছেন: খুবই সুন্দর

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২

বংশী নদীর পাড়ে বলেছেন: মন খুলে খাইতে থাকুন। অনেক ধন্যবাদ।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লাগল।

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬

বংশী নদীর পাড়ে বলেছেন: চমৎকার মতামত, ধন্যবাদ। সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.