নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

গীতিমালা - ২০১৬ -(১৭ - ১৯)

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫০



গীতিমালা - ১৭

আমারে কান্দাইয়া বন্ধু (তুমি) রইলা বড় সুখে
বুঝলে না পিরিতের জ্বালা (আমি) মরি ধুকে ধুকে।।

মন পাখিরে বুঝাইলে বুঝিতে চাহেনা
লাঞ্ছনা-গঞ্জনা সহে তোমাকে ভুলেনা
নবরত্ন ধন চাহেনা মন পাইতে চায় তোমাকে।।

এক পলক চাহিয়া তুমি কভু দেখলে না
মন পাখিটা চেয়ে থাকে পলক ফেলে না
মনের ভিতর রেখে ঘৃণা প্রেম হয় কি বলে মুখে।।

প্রেম হলোনা বন্ধু ওহে তোমার সনে মোর
হইলো শুধু টানাটানি হইলো জোর জবর
মনের ভিতর প্রেমের খবর প্রেমিকজনেই রাখে।।

প্রেমের জ্বালা দিবারাত্রি চিতার মতো জ্বলে
বুঝতে জ্বালা নিঠুর কালা তুমি ফারুক হলে
চক্ষু যাইতো ভাইসা জলে দেখতো ধরার লোকে।।

রচনা কাল - ০৬/০২/২০১৬ ইং 

গীতিমালা - ১৮

ভালো লাগে বলে তোরে ভালোবাসি বন্ধুরে
তাই বুঝি পুড়ায়া মারলি আমারে।।

না দেখিলে অন্তর জ্বলে
পুড়ে মরি প্রেমানলে রে
বলতে নারি মুখে বলে ভালোবাসি কত রে।।

শুনিলে তোর মুখের কথা
দুর হয় আমার মনের ব্যথা
লাজ শরমের খেয়ে মাথা ডাকি তাই বারে বারে।।

মন বুঝে না সময় গময়
মনেতে প্রেম হইছে রে উদয়
ফারুকের মন চায় যে তোরে প্রেমো বারি সিন্ধুরে।।

রচনা কাল - ১২/০২/২০১৬ ইং 

গীতিমালা - ১৯

বেচাকিনা হইতেছে মন প্রেমের হাট বাজারে
আমারে নি লইবা দয়াল বিনা দামে দরে।।

রঙ্গ রসে গেছে বেলা
ভব পাড়ে রই একেলা
ঘোর বিপদে ডাকি দয়াল তোমায় বারে বারে ॥

কাম কামিনীর সর্পে ওরে
কামড় দিয়া খাইছে মোরে
বাজান শক্তি বল হারায়ে এখন পইড়া গেছি ঘরে ॥

মনি মুক্তা ছিলো অথৈ
নৌকাতে করিয়া বুঝাই
তিস্তা নদীর মাঝখানে নাও ডুইবা গেছে ঝড়ে।।

নাই ফুলে রূপ ও রস
যৌবনে হয়েছে রে ধস
ফারুক পাগল কান্দে বসে বংশী নদীর পাড়ে ॥

রচনা কাল - ২১/০২/২০১৬ ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

আনিসা নাসরীন বলেছেন: অনেক সুন্দর

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ আপু, শুভকামনা রইলো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.