নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

গীতিমালা - ২০১৬ -(২০ - ২২)

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৭



গীতিমালা - ২০

শুধু কাগজেই লেখি গান অন্তরে নাই নাম নিশান
গুরু না ভজে সখি বৃথায় গেলো এই জীবন।।

ওরে ভবে নাই মোর দরদী দুই চোখেতে দুই নদী
নিশিদিন আমি কাঁদি কাঁদেনা সে যার লাগি কাঁদন।।

প্রেম হলো রে যার সনে আমি নাই যে তার মনে
আমারে কান্দাইয়া সুজন গড়েছে সুখের ভুবন।।

বলতে নারি তার কথা যে আমারে দেয় ব্যথা
সে যে দূরে বসে বাজায় বাঁশি বিষেরই মতন।।

ফারুক পাগল যার লাগি সে আছে রে ভুল বুঝি
এখন ভুলের মাশুল গুনে ফারুক অংকের মতন।।

রচনা কাল - ২৭/০২/২০১৬ ইং

গীতিমালা - ২১

প্রেমের ডোরে বেঁধে তোরে পেয়েছি যে যন্ত্রনা
জানেনা জানেনা জানেনা কেউ জানেনা।।

তুই রইলি ঘুমাইয়া
দেখলি নারে চাহিয়া
মানেনা মানেনা মানেনা মন মানেনা।।

অন্তরে কে আসে যায়
প্রেমে সুরে নাচে গায়
দেখেনা দেখেনা দেখেনা কেউ দেখেনা।।

প্রেম আগুনে পুড়ে যে
এই যাতনা সেই বুঝে
নিভেনা নিভেনা নিভেনা আগুন নিভেনা।।

পাগলা ফারুক মাস্তানা
রাস্তা তাহার ঠিকানা
বুঝেনা বুঝেনা প্রেম বিনে সে বুঝেনা।।

রচনা কাল - ০৩/০৩/২০১৬ ইং 

গীতিমালা - ২২

শরাব শরাব প্রেমের শরাব পান করে বেহুঁশ হলাম
প্রেম শরাবি ভবে আমি হয়েছি প্রেমের গোলাম ॥

ডাকাতিয়া নদীর পানি
ঢাকাকে কুমিল্লায় আনি
এ যে বড় মেহেরবানি করেছে আমায় নিলাম ॥

চোখের দেখা হয়নি তারে
কথা হইছে বিনা তারে
ভুলিতে পারিনা তারে তাহারে জানাই সালাম ॥

যে দেখাইলো আলোর রেখা
সেই তো আমার পরম সখা
না হলো তার সাথে দেখা শুনিয়াছি তার কালাম ॥

নব ফুলের গন্ধে ফারুক
ভুলে গেছে সুখ ও দুখ
অন্তরে বেড়েছে অসুখ ওষুধ বিনে মরিলাম ॥

রচনা কাল - ০৫/০৩/২০১৬ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.